![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের সম্পর্কে বলার মত তেমন কোনো যোগ্যতা এখন পর্যন্ত অর্জন করতে পারি নি। যদি কখনো পারি তখন ভেবে দেখব।যেহেতু আমি কোন নিয়মিত লেখক নই কাজেই লেখায় ভুলত্রুটি থাকতেই পারে। সেক্ষেত্রে সবার সহযোগিতা কাম্য।
বোর্ডের সাথে যত যাই হোক ১৬ কোটির ইমোশনকে থোরাই কেয়ার করে দেশের প্রতি তার কমিটমেন্ট ভুলে গিয়ে তিনি কোনভাবেই 'প্রয়োজনে আমি বাংলাদেশ দল থেকে অবসর নিয়ে হলেও টি-টুয়েন্টি খেলব' বলতে পারেন না। রেঙ্কিং এর তলনিতে থাকা এই দেশের হয়ে খেলেই আজ তিনি বিখ্যাত তা না হলে তার মত সাকিবকে একটা কাকপক্ষীও চিনতো না এটা বোধ হয় উনি ভুলে গেছেন।
প্রিয় সাকিব আল হাসান,
আপনার শত অন্যায় আচরণে মনটা সবসময় আপনার সাইড টেনেছে। কেন টেনেছে জানি না। আপনার তো আরও জানবার কথা নয়। আপনার বউকে নিয়ে ফেসবুক পেইজে কেউ বাজে কথা বললে নির্দ্বিধায় চোখে পড়া মাত্র নিজের বাপ মা তুলে গালি খাওয়ার ভয় তুচ্ছ করেও তার প্রতিবাদ জানিয়েছি। কেন জানেন?? ওহ স্যরি আমি তো ভুলেই গিয়েছি আপনার এসব জানার বা বুঝার কথা নয়।
কেউ যদি আমাকে আঘাত করে তখন না হয় অনেক কিছু ভেবেই আমি নিরবে সয়ে যাব কিন্তু কেউ যদি আমার বাবা মাকে একটা কটু কথা বলতে উদ্ধত হয় তখন নিশ্চই আমি চুপ করে বসে থাকব না। সব কিছু ভুলে গিয়ে এর প্রতিবাদ করব। আপনি কিন্তু স্যার আজকে সেই কাজটাই করেছেন! তাই আমিও ভুলে গেলাম আপনি কোথাকার কি। কারণ দেশটাকে আমরা মা বলি না?
এখন বলতেই পারেন আমার মত চুনোপুটিদের তুলনায় আপনি দেশকে অনেক কিছু দিয়েছেন। একশো বার কেন হাজার বার তা স্বীকার করি বস। বাট কোন সন্তানের কি উচিত ৪/৫ বছর তার মায়ের ভরণপোষণ করে হঠাত একদিন নোংরাভাবে তাকে আঘাত করে বসা? আর কোন অকৃতজ্ঞ সন্তান যদি তা পারেও তখন নিশ্চই এই দুখিনী মায়ের অন্য সন্তানেরা বসে থাকবে না। আপনি যে আজ সে কাজটিই করে দেখালেন! আমিও তাই আর সহ্য করতে পারলাম না।
মায়ের ঋণ যে কখনো শোধ করা যায় না এ কথাটি আপনি খুব সহজেই ভুলে গেছেন জনাব সাকিব আল হাসান। অকৃতজ্ঞ সে যত বড় সুপারস্টারই হোক পশুর সাথে তার কোন পার্থক্য নেই কথাটি জানেন তো? সবশেষ সিপিএলেই যান আর আইপিএলেই যান 'অহংকার পতনের মূল' কথাটি মনে রাখবেন।
ইতি,
-----------------------------------
আপনার সাবেক এক পাগলা ভক্ত
দেশের হয়ে আর খেলবো না, হুমকি সাকিবের
টেস্ট- ওয়ানডে ছাড়ার হুমকি সাকিবের
দেশ নয়, টাকা চাই সাকিবের
০৫ ই জুলাই, ২০১৪ দুপুর ২:২৫
হৃদয় রিয়াজ বলেছেন: সত্যি ভাই। দলের প্রতি দেশের প্রতি কোন ডেডিকেশান নাই এটা কোন কথা!!! অবশ্যই বিসিবি কে বাংলাদেশ ক্রিকেটের স্বার্থেই কঠোর পদক্ষেপ নিতে হবে।
মন্তব্যের জন্য ধন্যবাদ। ভাল থাকুন।
২| ০৫ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৩৪
রাকি২০১১ বলেছেন: বেয়াদব সবসময় পরিত্যাজ্য হওয়া উচিত।
০৫ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৫৫
হৃদয় রিয়াজ বলেছেন: আসলেই। বেয়াদবি বেয়াদবি ও পার্থক্য আছে বাট ও আজকে যেটা করল এটা স্রেফ অমার্জনীয়। মগের মুল্লুক পেয়ে ফেলছে আরকি।
মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন।
৩| ০৫ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৪৩
স্বপ্নবাজ অভি বলেছেন: মেজাজ খারাপ হচ্ছে ওর উপরে !
০৫ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৫৬
হৃদয় রিয়াজ বলেছেন: অতিরিক্ত মাত্রায় খারাপ বস। এক কোথায় থাপ্রাইতে মন চাইতেসে।
৪| ০৫ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৫৫
আহসানের ব্লগ বলেছেন: :-(
০৫ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৫৭
হৃদয় রিয়াজ বলেছেন: মন খারাপ করার কিচ্ছু নাই ভাই। যা হওয়ার হবে। ইনাফ ইজ ইনাফ।
৫| ০৫ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৪৮
শফিক আলম বলেছেন: আইন-কানুন সাকিবকে মানতে হবে। ইদানিং তিনি উদ্ধত হয়ে উঠেছেন। ক্রিকেট খেলুরে অন্য দেশগুলোকে দেখুন তারা কি কঠিন নিয়মের মধ্যে চলে। সাকিবের মনে হয় অনেক হয়েছে, আর প্রয়োজন নেই। তার কারনে আমরা গর্বিত কিন্তু তার ঔদ্ধত্যে আমরা লজ্জিত। প্রফেশনালিজম অতো সহজ নয়!
০৫ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৫৯
হৃদয় রিয়াজ বলেছেন: যথার্থ বলেছেন ভাইয়া। আমার মনে হয় ও নিজেই আসলে চাইছে তাকে বাংলাদেশ টিম থেকে সরিয়ে দেয়া হোক। হাতে বড় বড় অফার আছে তো! অকৃতজ্ঞ আর কাকে বলে বলেন?
মন্তব্যের জন্য ধন্যবাদ। ভাল থাকবেন।
৬| ০৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:১৪
মোঃ মাহমুদুর রহমান বলেছেন: দুষ্টু গরুর চেয়ে শুন্য গোয়াল ভাল।
০৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:২২
হৃদয় রিয়াজ বলেছেন: ঠিক তাই। বাংলাদেশ টিমের তৎকালীন নামিদামি প্লেয়াররা যখন দেশের স্বার্থ ভুলে আইসিএল এ নাম লিখিয়েছিল তখন আমরা ঘুরে দাড়াইনি? সো সাকিবকে থাকতে হলে নিয়মকানুন মেনেই থাকতে হবে।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
৭| ০৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:২৬
আমি আনোয়ার বলেছেন: এই বেয়াদবকে অব্যাহতি দেয়া হোক যেন আর কেউ বেয়াদবি করার সাহস না পায়। :'(
০৫ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫০
হৃদয় রিয়াজ বলেছেন: যদি নিয়ম শৃঙ্খলা মেনে চলতে না পারে তাহলে সত্যি এছাড়া কোন উপায় থাকবে না। খুব বেশি বার বাড়ছে ।
মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।
৮| ০৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৩৯
মাতবার বলেছেন: ভাইরে এই "সাকিব-তামিম-নাসির" দের আমি সেইদিন থেকে অপছন্দ করি যেইদিন থেকে তাদের মধ্যে "কি হনুরে" ভাব দেখা দিল । কিন্তু আমি এখনও বিশ্বাস করতে পারছিনা ও এতবড় কথা বলেছে। ও হয়ত নিজেকে "বাংলাদেশের ক্রিকেট গড" ভাবতেছে।ভাব ভাবতে পয়সা লাগেনা, কিন্তু এই গরিব দেশের গরিব জনগনের TAX নিয়া চল আবার এতবড় কথা বল লজ্জা করেনা?
০৫ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫২
হৃদয় রিয়াজ বলেছেন: ঠিক সেটাই ভাই। আপনি অল্প কথায় সুন্দরভাবে বলেছেন। আসলেই খুব কষ্ট হয় ভাই।
মন্তব্যের জন্য ধন্যবাদ। ভাল থাকবেন।
৯| ০৫ ই জুলাই, ২০১৪ রাত ৮:২১
ইসপাত কঠিন বলেছেন: মুদ্রার একপিঠ : টেস্ট ও ওয়ানডে বর্জনের হুমকি সাকিবের।
মুদ্রার অপর পিঠ: টাকাটাই বড় করে দেখলেন? অসম্মান আর হয়রানীর বিষয়টা নজরে আসলো না? তাকে মৌখিক অনুমতি দেওয়া হলো। মৌখিক অনুমতি পেয়ে সে দেশ ছাড়লো। মাঝপথে লন্ডনে গিয়ে শুনলো তাকে লিখিত অনুমতি দিতে হবে। আমি সেই মার্কিন মুল্লুক থেকে দেশে আমার কর্তৃপক্ষের (সরকারী) কাছ থেকে একটা বিষয়ে লিখিত অনুমতি নিয়েছিলাম। লিখিত আবেদন পত্র স্ক্যান করে পিডিএফ ফরমেটে পাঠিয়ে অনুমতি চেয়েছিলাম আর আমার কর্তৃপক্ষ একইভাবে আমাকে লিখিত অনুমতি দিয়েছিলো। কিন্তু সাকিবকে কেন সেই লিখিত অনুমতি পেতে লন্ডন থেকে ফিরে আসতে হলো। দেশ না ডিজিটাল হচ্ছে? তবে তথ্য প্রযুক্তির ব্যাবহার এক্ষেত্রে হলো না কেন? এই মাঝপথ থেকে ফিরে আসার হয়রানীতে পড়লে আপনার কি আত্মসম্মানবোধে লাগতো না? এ অবস্থায় পড়লে আপনিও হুমকি দিয়ে বসতে পারতেন।
প্রত্যেক জিনিসের একটা কজ এ্যান্ড ইফেক্ট থাকে। শুধু ইফেক্টটাই দেখলে চলবে না, কজটাও খুঁজে বের করতে হবে।
০৬ ই জুলাই, ২০১৪ রাত ১২:৪৬
হৃদয় রিয়াজ বলেছেন: সেটা সে বোর্ডকে জাচ্ছে তাই বলুক না। কথাবার্তা ত অনেকভাবেই বলা যায় নাকি? এটাও তো তাকে বুঝতে হবে যে সে একজন প্রফেশনাল প্লেয়ার। দেশকে তো এভাবে হেয় করতে পারে না। বলতে চাইলে আরও অনেক কিছুই বলা যায় বাট এই মুহূর্তে সত্যি কোন রুচি নেই।
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ ।
১০| ০৫ ই জুলাই, ২০১৪ রাত ৮:২৩
রাজিব বলেছেন: এখন বর্ষা কাল বাংলাদেশে, জাতীয় দলের কি কোন খেলা রয়েছে দেশে বা বিদেশে? ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে সাকিব খেললে কি সমস্যা? আর বাংলাদেশের পরবর্তী সফর তো ওয়েস্ট ইন্ডিজে। তাই সাকিব ১-২ মাস আগে থেকে সেখানে খেলতে পারলে তো জাতীয় দলের জন্যই ভাল। জাতীয় দলের প্রতি সাকিবের কমিটমেন্ট সব সময় ১০০% ছিল বলেই তার এত ভক্ত।
বিদেশি লীগে আমাদের কেউ খেলতে পারলে তা আমাদের ক্রিকেটের জন্য গর্বের বিষয়। আগে বা এখনো আমাদের ক্রিকেট লীগে পাকিস্তান, ভারত ও শ্রীলংকার একগাদা খেলোয়াড় খেলতে আসে। আর এখন সাকিব আজ আইপিএল খেলছে ও কাল অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ কি পরশু সিপিএল। এখানে সমস্যা তো করছে বোর্ড, সাকিব নয়।
০৬ ই জুলাই, ২০১৪ রাত ১:০১
হৃদয় রিয়াজ বলেছেন: 'প্রয়োজনে বাংলাদেশের হয়ে খেলব না তবু টিটুয়েন্টি খেলব' এই কথাটির মাঝে কমিটমেন্টের কি কোন ছিটাফোঁটা পাওয়া যায়??? আরে ভাই আমি নিজেও সাকিবের সাপোর্টার। সে একজন সুপারস্টার তার অগনিত ভক্ত থাকবে এটাই স্বাভাবিক। কমিটমেন্ট দেখে মানুষ তার ভক্ত হয়নি। বরং তার প্রফেশনালিজমের জন্যই হয়েছে।
১১| ০৬ ই জুলাই, ২০১৪ রাত ১:৩০
রাজিব বলেছেন: মেসি সারা বছর স্পেনে খেলে, নেয়মার সারা বছর স্পেনে খেলে আবার জাতীয় দলের খেলার জন্য কয়েকদিনের জন্য আর্জেন্টিনা ও ব্রাজিলে চলে আসে। এখন মেসিকে যদি বলা হয় বার্সেলোনাতে খেলা বাদ দিয়ে আর্জেন্টিনায় প্র্যাকটিস ক্যাম্প করতে হবে তাহলে মেসি নেয়মাররাও একই হুমকি দেবে।
দেশের প্রতি ও জাতীয় দলের প্রতি সাকিবের কমিটমেন্ট নিয়ে আমাদের কখনোই কোন সন্দেহ নেই। সে ধারাবাহিকভাবে পারফর্ম করছে এবং বিশ্ব ক্রিকেট র্যাঙ্কিং এ সাকিবের আগে কেউ কখনো ১ নম্বর আসন কি পেয়েছিল? সাকিব আইপিএল, বিগ ব্যাশ এবং সিপিএল এ খেলছে। এমনকি কাউন্টি ক্রিকেটে প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে খেলেছে।
০৬ ই জুলাই, ২০১৪ দুপুর ২:২৬
হৃদয় রিয়াজ বলেছেন: sorry I can not do agree in this point. Here I have bit different form of logic. However, I have respect on your opinion.
Thank you
©somewhere in net ltd.
১|
০৫ ই জুলাই, ২০১৪ দুপুর ২:০৭
হেডস্যার বলেছেন:
মনের কথা লিখলেন।
এই পর্যন্ত সাকিবকে নিয়ে যা যা কান্ড ঘটছে সব সময় একতরফা সাকিবের পক্ষে কথা বলেছি। ভবিষ্যতে ও বলতাম।
কিন্তু সাকিব আজকে যা বলেছে তাতে কোনভাবেই আর তার পক্ষে কথা বলার উপায় নাই।
কঠিন শাস্তির পাশাপাশি সাকিবকে দেশ বাসীর প্রতি ক্ষমা প্রার্থনা করতে বাধ্য করতে হবে।
নিয়মের উর্ধ্বে যে কেউ নয় সেটা পুরো জাতীয় দলের স্বার্থে সাকিববে বুঝিয়ে দিতে হবে।
প্রয়োজনে তাকে অব্যহতি দিয়ে দিতে হবে।
দলে শৃংখলা না থাকলে ভবিষ্যতে আর কোন সাকিবের উত্থান হবে না।