নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয় রিয়াজ

হৃদয় রিয়াজ

নিজের সম্পর্কে বলার মত তেমন কোনো যোগ্যতা এখন পর্যন্ত অর্জন করতে পারি নি। যদি কখনো পারি তখন ভেবে দেখব।যেহেতু আমি কোন নিয়মিত লেখক নই কাজেই লেখায় ভুলত্রুটি থাকতেই পারে। সেক্ষেত্রে সবার সহযোগিতা কাম্য।

হৃদয় রিয়াজ › বিস্তারিত পোস্টঃ

এই মৃত্যু উপত্যকা আমার দেশ না

০৫ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৫০



২০০ জন যাত্রী নিয়ে এমভি পিনাক-৬ লঞ্চটি নিমিষেই পদ্মায় ডুবে গেল। আমিও ৫২ সেকেন্ডের ভিডিওটি দেখে আবার স্ক্রল করে চলে গেলাম। যেন খুব স্বাভাবিক একটা ব্যাপার! খারাপ লাগছে না যে তা কিন্তু না... তবে ঘটনাটা ভুলে যেতে বিশ মিনিটও যে লাগবে না তা ঢের বলে দেয়া যায়।



আমরা এমন হয়ে যাচ্ছি কেন দিন দিন? প্রতিদিন মৃত্যু দেখতে দেখতে এখন চোখের সামনে ৪০০/৫০০ জন মানুষ মরে গেলেও গায়ে লাগে না! যুদ্ধাহত গাজা আমাদের হৃদয়ে দাগ কেটে যায় এবং এটাই স্বাভাবিক। কিন্তু নিজের দেশের ঘটে যাওয়া ট্র্যাজেডিগুলো যেন কেবল এক একটা ইস্যু। দিন ফুরালেই এগুলো আর আলোচনার বিষয়বস্তু থাকে না। কোথায় গেল সেই নিমতলি ট্র্যাজেডি? তাজরিন, রানা প্লাজা আর গতকালের লঞ্চডুবির মত আরো অসংখ্য মৃত্যু মিছিল? ঠিক এই ব্যাপারটাই কিন্তু অস্বাভাবিক।



হয়তো খুব শিগগিরই দেখা যাবে পাশের বাড়িতে মরা মরছে এদিকে আমরা লুঙ্গি ড্যান্স আর পানি পানি সানি সানি করছি!



নাহ... এই মৃত্যু উপত্যকা আমার দেশ না।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৫৬

ঢাকাবাসী বলেছেন: আমাদের মহামান্য সরকার ৮৫ জন নেয়ার ক্ষমতাবাহী লন্চের মধ্যে ৩৫০ জন মানুষ উঠানোটাকে বাহবা দিয়ে এখন বীরদর্পে অতি ধীরে উদ্ধার কাজ চালাচ্ছেন। উদ্ধারকাজ যত দেরী ততই পাবলিককে ব্যাস্ত্ রাখা যায়। বিআ্ইডব্লিউটিএ ঘুষ খেয়ে রোজ শত শত লন্চ যাত্রীকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, কেউ কিছু বলার নেই। সবাই ব্যাস্ত!

০৫ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৫৮

হৃদয় রিয়াজ বলেছেন: কি বলব ভাই? অনেস্টলি এই দেশে আর থাকতে ইচ্ছে করে না। জীবনে এই প্রথম বোধ হয় এই কথাটি বলতে বাধ্য হলাম।

২| ০৫ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:১৭

মাঘের নীল আকাশ বলেছেন: সহমত!

০৫ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২৭

হৃদয় রিয়াজ বলেছেন: ব্যাপারটা আসলেই খুব দুঃখজনক। ধন্যবাদ আপনাকে।

৩| ০৫ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩১

সেলিম আনোয়ার বলেছেন: দুঃখজনক ।

০৬ ই আগস্ট, ২০১৪ রাত ১২:১৫

হৃদয় রিয়াজ বলেছেন: আমাদের তো ভাই এই দুঃখ প্রকাশ করাটাই একমাত্র সম্বল। আমরা এতটাই অসহায়। খুব খারাপ লাগে ভাই।

ভাল থাকবেন। নিরাপদে থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.