নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয় রিয়াজ

হৃদয় রিয়াজ

নিজের সম্পর্কে বলার মত তেমন কোনো যোগ্যতা এখন পর্যন্ত অর্জন করতে পারি নি। যদি কখনো পারি তখন ভেবে দেখব।যেহেতু আমি কোন নিয়মিত লেখক নই কাজেই লেখায় ভুলত্রুটি থাকতেই পারে। সেক্ষেত্রে সবার সহযোগিতা কাম্য।

হৃদয় রিয়াজ › বিস্তারিত পোস্টঃ

অতঃপর একটি মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমার আক্ষেপ

০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০৪

একটা সিনেমা নাকি গোটা সমাজ কে বদলে দিতে পারে। একটা জেনারেশানের চিন্তার গতিপথ পরিবর্তন করে ফেলতে পারে! এটা আমার কথা না। গুনিজনেরাই বলে থাকেন। জাফর ইকবাল স্যারের মুখে আমি নিজেও শুনেছি। কথা হচ্ছে মুম্বাই হামলায় এপ্রক্সিমেটলি ১৬০ জনের মত মারা গিয়েছিল। তারা সেটাকে বেইস করে কি দারুন একটা সিনেমা বানিয়ে ফেলল! আর আমরা?? ৩০ লক্ষ শহীদ ২ লাখ নির্যাতিত মা বোনের আত্মত্যাগে পাওয়া স্বাধীনতার ৪৪ বছর পরেও কেমন দৈন্যদশায় ভুগছি!

আমাদের প্রজন্মের অর্ধেকের বেশি মুক্তিযুদ্ধের ইতিহাস কিছুই জানে না। অনেকেই বলে বেড়ায় রাজনৈতিক গণ্ডগোল! লজ্জা... লজ্জা!! এত এত কাহিনী প্লট থাকার পরও হাতেগোনা ২/৩ সিনেমা ছাড়া কিছুই পেলাম না। ভাল একটা সিনেমা বানাতে কি লাগবে? সেই লেভেলের টেকনোলজি নাকি বস্তার বস্তা টাকা?? আমার বন্ধু রাশেদ মুভিটায় কি খুব উন্নত মানের টেকনোলজি ব্যবহার করা হয়েছে? শ্যামল ছায়া মুভিটায় কি কোটি কোটি টাকা খরচ হয়েছে?? আপনাদের কি লাগবে? ভাল প্লট পান না?? এক ক্র্যাক প্লাটুনকে নিয়েই তো দুনিয়া কাঁপানো সিনেমা বানিয়ে ফেলা যায়! দরকার শুধু একটু সাহস আর প্রপার এক্সিকিউশান। আমরা কি এটুকুও আশা করতে পারি না?

বাবা মায়ের সাথে হলে বসে তো একটা ভাল মুক্তিযুদ্ধের সিনেমা দেখার সুযোগ হল না। এখন কি আমাদের নেক্সট জেনারেশান কে সাথে নিয়েও কাঁধে হাত রেখে বড় পর্দার সামনে বসে এরকম একটা সিনেমা দেখার সৌভাগ্য হবে না?? উত্তরটা সবারই অজানা। জানি না নির্মাতা কলাকুশলীদের কেউ সেভাবে কখনও ভাবেন কিনা!

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২৪

শাহরিয়ার সনেট বলেছেন: পাশে আছি আপনার..আপনি কি পারবেন আপনার মত ১০০ জন কে এনে দিতে?
সবাই মিলে তৈরী করে ফেলব সিনেমা..
আছে কি সেই সাহস?

০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:০৮

হৃদয় রিয়াজ বলেছেন: ভাই এটা এক্সিস্টিং যারা আছে তাদেরকেই করতে হবে। মুভি বানাতে গেলে সে বিষয়ে অনেক হোমওয়ার্ক করা লাগে। যেটা কিন্তু আমাদের অনেকের পক্ষেই সম্ভব না কারণ আমরা প্রায় সবাই স্টুডেন্ট। আরও অনেক হ্যাসেল তো আছেই। আমরা এখনও দর্শকের দৃষ্টিকোণ থেকে একটা মুভি কে বিচার করি। বানানোটা যাদের কাজ তাদেরই করা উচিত। ফারুকি ভাই, রনি ভাই আরও অনেকেই আছেন এদের মধ্য থেকেই একজনকে দায়িত্ব নিয়ে উঠে আসতে হবে।

২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪১

শতদ্রু একটি নদী... বলেছেন: স্বাধীনতার পর মুক্তিযুদ্ধ নিয়ে সিনেমা তিরি হয়নি তা নয়। যতগুলা অসাধারন চলচ্চিত্র তিরি হয়েছে, তা দেখে শেষ করতেই আপনার সপ্তাহখানেক পার হয়েযাবে। তবে এই ধারা এখন অনেকটাই ধীর। মুক্তিযুদ্ধভিত্তিক শেষ দেখা সিনেমা হচ্ছে গেরিলা। সেটাও অসাধারন ছিলো। গত ৩-৪ বছরে আর কি হয়েছে জানিনা। মনে হয় তেমন কিছুই হয়নাই।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:২০

হৃদয় রিয়াজ বলেছেন: একদম হয়নি তা কিন্তু একবারও বলি নাই। ভাল যে কয়টা হাতেগোনা আছে সেগুলো যে কতবার করে দেখা হয়েছে তার কোন হিসেব আপনাকে দিতে পারব না। হুম গেরিলার পর আর তেমন হয় নাই। ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনায় 'যুদ্ধ শিশু' যেটার আগে নাম ছিল 'বাস্টার্ড চাইল্ড' মুভিটাও ভাল হয়েছে। সিনেপ্ল্যাক্সে দেখেছিলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.