![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের সম্পর্কে বলার মত তেমন কোনো যোগ্যতা এখন পর্যন্ত অর্জন করতে পারি নি। যদি কখনো পারি তখন ভেবে দেখব।যেহেতু আমি কোন নিয়মিত লেখক নই কাজেই লেখায় ভুলত্রুটি থাকতেই পারে। সেক্ষেত্রে সবার সহযোগিতা কাম্য।
ভুল পথে হাটতে শিখায়নি
তোমার এই শূন্যতা...
কয়লায় ঘর্ষণে হীরা যেমন
তীক্ষ্ণ থেকে আরো সুতীক্ষ্ণ হয়
মূল্যবান জহরতে পরিণত হয়
তাই কি হচ্ছে না?
দেখ না একটিবার আমাকে
কেমন দিব্যি চলে যাচ্ছি
না হয়েছি বখাটে
আর না ধরেছি
মদ গাজা কিংবা সিগারেট
কিন্তু কিছু একটা তো
হয়েছে নিশ্চই
তাই নয় কি?
জেনে না জেনে
কখনো বা কারণে অকারণে
তোমার ছোড়া তীরগুলো
এই বুকে বিঁধেছে ঠিকই
ক্ষত বিক্ষত করেছে মুহুর্মুহু
পারেনি শুধু পরাজিত করতে
প্রতিবার জীবনকে শাসিয়েছি
নিংড়ে খুঁজেছি কত সমীকরণ
নাহ খুব সহজে হিসেব মিলেনি
তবে তাই বলে গুঁজামিল কিন্তু দেয়নি
হে মহিয়সী ছলনাময়ী
অভ্যর্থনা জেনো তুমি
তোমার জন্য আজ আমি
হারিয়ে পেয়েছি নিজেকে
কি অদ্ভুত সুন্দর
কার্যকরী এক মহাঔষধ
আর পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক
তোমার এই শূন্যতা!
-------------------------------------------------
১৮/১০/১৫
১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:২৩
হৃদয় রিয়াজ বলেছেন: ধন্যবাদ ভাইয়া। আসলে কাউকে ১০০% দেয়ার পরও যদি সে উড়াল দেয় তার জন্য নিজেকে নষ্ট করার কোন রিজন থাকতে পারে না। আমি আমার দিক থেকে লয়াল ছিলাম। শি বিট্রেইড।
দোয়া করবেন।
২| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:২১
সেলিম আনোয়ার বলেছেন: আপনার শূণ্যতা দূর হোক । সুন্দর কবিতা +
১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:২৬
হৃদয় রিয়াজ বলেছেন: ধন্যবাদ সেলিম আনোয়ার ভাই। অনেকদিন পর আপনার মন্তব্য দেখে ভাল লাগলো। সাথে প্রিয় অভিনেতার ছবিটাও। দোয়া রাখবেন ভাই। সময়টা একটু প্রতিকূলেই যাচ্ছে।
৩| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:২৬
মোঃ খুরশীদ আলম বলেছেন: সবচেয়ে বড় কথা হলো, ১০০% দেওযার যে বিষয়টা সেটা কতোটুকু বৈধ ছিল। আমাদের সমাজ দেশ সর্বোপরি ধর্মীয় দৃষ্টিকোন থেকে এটা অবশ্যই অন্যায়। সে চলে গেছে এতে অনেক বড় পদস্খলন হতে আপনি বেঁচে গেছেন। এই সমস্ত দেযা-নেয়া হাবিজাবি গল্প উপন্যাসের বিষয়। বাস্তবে এগুলো এড়াতে পাড়লেই ভাল ।
১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৩২
হৃদয় রিয়াজ বলেছেন: ভাইয়া এখানে ১০০% দেয়া বলতে আমার এফোরর্ট বুঝিয়েছি মেইনলি লয়ালটি। ভুল কিছু বুঝবেন না প্লিজ। মন্তব্যের জন্য ধন্যবাদ।
৪| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৪
বাংলিশ বাবু বলেছেন: কি অদ্ভুত সুন্দর
কার্যকরী এক মহাঔষধ
আর পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক
তোমার এই শূন্যতা।
এই ঔষুধ টা কি খুবই তেতো???
১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:২৭
হৃদয় রিয়াজ বলেছেন: হাহাহা... আসলেই খুব তেতো ভ্রাতা। সহজে গলদকরন হতে চায় না
মন্তব্যের জন্য ধন্যবাদ।
৫| ১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১:৫৫
আমিনুর রহমান বলেছেন:
দারুণ কবিতা। অর্থবহ !!
১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ২:১৭
হৃদয় রিয়াজ বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
৬| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৪
কিরমানী লিটন বলেছেন: চমৎকার ভালোলাগার মুগ্ধ কবিতা++
১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৪১
হৃদয় রিয়াজ বলেছেন: ধন্যবাদ লিটন ভাই। আপনার ভাল লাগাতে আমিও নিজেকে ধন্য মনে করছি।
ভাল থাকুন সব সময়
©somewhere in net ltd.
১|
১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:১৬
মোঃ খুরশীদ আলম বলেছেন: জটিল্। তবে মদ, গাজা ধরেননি , আলহামদুল্লিলাহ । এখানেই অনেকে হোচট খায় ।