নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয় আহমেদ

Hridoy Ahmed

স্বপ্ন দেখি একদিন সিনেমা বানাবো। সিনেমাতে বাঁচবো, সিনেমাতে মরবো।

Hridoy Ahmed › বিস্তারিত পোস্টঃ

বই রিভিউঃ মাসুদ রানা সিরিজের \'অগ্নিপুরুষ\'

১৩ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:২৯




বইঃ অগ্নিপুরুষ (মাসুদ রানা সিরিজ)
লেখকঃ কাজী আনোয়ার হোসেন
প্রকাশকঃ সেবা প্রকাশনী
ঘরানাঃ স্পাই থ্রিলার
পৃষ্ঠাঃ ২৪১
মুদ্রিত মূল্যঃ ৬৪ টাকা
ফরম্যাটঃ পিডিএফ



প্লটঃ পালিয়ে বেড়াচ্ছে মাসুদ রানা। সি.আই.এ এবং জিওনিস্ট ইণ্টেলিজেন্সের মৃত্যু পরোয়ানা ঝুলছে ওর মাথার ওপর। কদিন বিশ্রাম নেবে মনে করে আশ্রয় নিল সে বন্ধু রোমারিকের ওখানে, ইটালীতে। তারই সুপারিশে দেহরক্ষীর চাকরি নিল ইটালীর এক ধনী পরিবারে। সেখানে ছোট্ট একটি মেয়ে মিষ্টি একটা গান উপহার দিল রানাকে। দিয়েই চিরবিদায় নিল এ পৃথিবী থেকে। খুন করেছে ওকে কিডন্যাপাররা।
কিছুর সাথে নিজেকে জড়াবে না- প্রতিজ্ঞা করেছিল রানা; কিন্তু কখন যে ওকে জয় করে নিয়েছিল কিশোরী মেয়েটা, টেরই পায়নি। এখন আর ঘুমাতে পারে না ও। দাউ দাউ করে জ্বলছে বুকে প্রতিশোধের আগুন।



মন্তব্যঃ সকালে ঘুম ভাঙার পর ভাবলাম শুয়ে শুয়ে মাসুদ রানা সিরিজের 'অগ্নিপুরুষ' বইটা পড়ে ফেলি।
তো, পড়ে শেষ করে ফেললাম বইটি আর চটপট একটা রিভিউও লিখে ফেললাম।

অগ্নিপুরুষ এ জে কুইনেল এর থ্রিলার নভেল 'ম্যান অন ফায়ার' এর ছায়া অবলম্বনে লেখা হয়েছে।

অগ্নিপুরুষ বই মাসুদ রানা সিরিজের সেরা বই হিসেবে বিবেচিত হয়। ইতালি'র সেই ছোট্ট মেয়ে লুবনার সাথে মাসুদ রানার সম্পর্ক আমাদের আবেগপ্রবণ করে তুলে। মেয়েটার মৃত্যুর পর মাসুদ রানার সাথে সাথে যেন পাঠকও দুঃখ ভারাক্রান্ত হয়ে পড়ে।
প্রতিশোধ যে কতটা ভয়াবহ হতে পারে সেটা অগ্নিপুরুষ পড়ে পাঠক বুঝতে পারবে।
প্রচুর অ্যাকশনে ভরপুর সিরিজের এই বইটিতে। প্রচুর উত্তেজনা কাজ করবে বইটি পড়ার সময়। যদিও কিছু কিছু যায়গাই মনে হয়েছে হইতো বেশীই পাওয়ার দেওয়া হয়েছে মাসুদ রানাকে। তবে বইটির শেষের টুইস্টটা স্তম্ভিত করে দিতে বাধ্য পাঠককে।

কোয়ারেন্টাইনের এই দিনে থ্রিল, অ্যাকশন আর আবেগে ভরপুর একটু সময় কাটাতে চাইলে আপনারাও পড়ে নিতে পারেন মাসুদ রানা সিরিজের 'অগ্নিপুরুষ' বইটি।
আশা করি ভালো সময় কাটবে।
অনলাইনে পিডিএফ পেয়ে যাবেন।

#StayHome
#StaySafe

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.