নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয় আহমেদ

Hridoy Ahmed

স্বপ্ন দেখি একদিন সিনেমা বানাবো। সিনেমাতে বাঁচবো, সিনেমাতে মরবো।

Hridoy Ahmed › বিস্তারিত পোস্টঃ

বুক রিভিউঃ বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বঞ্চনা: অর্পিত সম্পত্তির সাথে বসবাস

১৪ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৩৮





বইঃ বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বঞ্চনা: অর্পিত সম্পত্তির সাথে বসবাস
লেখকঃ আবুল বারকাত
প্রকাশকঃ পাঠক সমাবেশ
ঘরানাঃ প্রবন্ধ
প্রকাশিতঃ ফেব্রুয়ারী ২০০৯
পৃষ্ঠাঃ ২১৩
মুদ্রিত মূল্যঃ ২৫০ টাকা
ফরম্যাটঃ পিডিএফ



রিভিউ'র শুরুতেই, আমার পক্ষ থেকে সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।


বিষয়বস্তুঃ মানব পুঁজি গঠনের ক্ষেত্রে জাতীয় ক্ষতি হয়েছে অপরিমেয়। যার মধ্যে আছে হিন্দু সংখ্যালঘুদের জোরপূর্বক গণহারে দেশত্যাগে বাধ্য করা, পারিবারিক বন্ধন ভেঙে দেওয়া, অন্যায় নিষ্পেষন ও পারস্পরিক অবিশ্বাস, মর্মবেদনা, মানবিক সম্ভাবনাগুলোর ক্ষয়, সাম্প্রদায়িক সম্প্রীতি ব্যাহত হওয়া, স্বাধীনতাহীনতা, সাংস্কৃতিক বিচ্ছিন্নতা, সাম্প্রদায়িক মনোভাবকে ইন্ধন জোগানো এবং ধর্মীয় মৌলবাদের উত্থান ইত্যাদির মাঝে সুস্পষ্ট। এসবই হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষমতাহীনতা, অসহায়, শারীরিক ও মানসিক দুর্বলতা, দারিদ্র্য ও বিচ্ছিন্নতা বঞ্চনার এক চিরস্থায়ী চক্র সৃষ্টি করেছে।


লেখক পরিচিতিঃ ড. আবুল বারকাত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের স্বনামধন্য অধ্যাপক। মানব উন্নয়নের রাজনৈতিক-অর্থনীতি বিষয়ে নির্মোহ গবেষণা তাঁকে আন্তর্জাতিক খ্যাতির শিখরে পৌঁছে দিয়েছে।তাঁর তিন শতাধিক গবেষণাকর্ম এবং ভূমি অধিকার, দারিদ্র্য, মানব বঞ্চনা ও মানব উন্নয়ন বিষয়ে অসংখ্য মননশীল প্রকাশনা রয়েছে। দারিদ্র্য ও মানব উন্নয়ন, উন্নয়নে সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার, জমি-দারিদ্র্য-উন্নয়নের আন্তসম্পর্ক, অর্থনীতি ও রাজনীতির দুর্বৃত্তায়ন, মৌলবাদের অর্থনীতি, উন্নয়নে জেন্ডার বৈষম্য এবং জনসংখ্যা ও স্বাস্থ্য বিষয়ে তাঁর গভীর, সত্যানুসন্ধানী গবেষণাকর্ম দেশে এবং আন্তর্জাতিক পরিমন্ডলে বিশেষ সমাদৃত হয়েছে।


মন্তব্যঃ বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বঞ্চনা: অর্পিত সম্পত্তির সাথে বসবাস, বইটি অনেক তথ্যবহুল একটি বই। আমাদের দেশে সেই দেশ ভাগের শুরুর থেকে এখন পর্যন্ত হিন্দু সম্প্রদায়ের লোকরাই সবথেকে বেশী নির্যাতিত হয়েছে। অনেককেই তাদের ভিটাবাড়ি ত্যাগ করতে বাধ্য করা হয়েছে অনেকেই আবার নির্যাতিত হওয়ার ভয়ে স্ব-ইচ্ছাই দেশ ত্যাগ করেছে। আমাদের দেশের সরকার'রা তাদের যথেষ্ট নিরাপত্তা দিতেও ব্যর্থ হয়েছে।
অনেক সময় সরকার যথেষ্ট নিরাপত্তা দেওয়ার চেষ্টা করলেও, তৃণমূলের বা গ্রামগুলোতে যে হিন্দু পরিবারগুলো আছে তারা সেই নিরাপত্তা ভোগ করতে পারেনি। অনেক প্রভাবশালী মানুষ হিন্দু পরিবারের সম্পদ ভোগ করার জন্যও দেখা গেছে তাদের উপর নির্যাতন করেছে।
এই বইতে এইসব ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বইটি পড়ে অনেক অজানা কিছু তথ্য জানতে পেরেছি যা সম্বন্ধে আগে কখনোই কারো কাছে বা কোথাও শুনিনি।

কোয়ারেন্টাইনের এই দিনে তথ্যবহুল এই বইটি পড়ে নিতে পারেন, যদি হাতে সময় থাকে।

অনলাইনে বইটির পিডিএফ এভেইলেভল আছে।

#StayHome
#StaySafe

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.