নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতা নিয়ে কথা বলতে চাই।

সৈয়দ মশিউর রহমান

লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।

সৈয়দ মশিউর রহমান › বিস্তারিত পোস্টঃ

ভারতের নেতৃত্ব কী কাঁঠালপাতা খাচ্ছে?

১৪ ই মে, ২০২৫ দুপুর ১:০৩



ভারতের এই কাঁঠালপাতা খেকো নেতৃত্ব তাদের দেশের ভিতর মুসলিম নির্যাতন, ওয়াকফ বিল অথবা অন্যকোন অপকর্মের কথা বললেই বলে এটা তাদের অভ্যন্তরীন বিষয় অথচ এরা প্রতিনিয়তই বাংলাদেশের অভ্যান্তরীন বিষয় নিয়ে ল্যাদাইয়া যাচ্ছে বিরতীহীনভাবে।


সম্প্রতি আম্লিগ নিষিদ্ধ করার পর এরা আবারো ছাগলের মতো ম্যাঁ ম্যাঁ শুরু করেছে। জয়সোয়াল ম্যাঁ ম্যাঁ করে বলে, গণতন্ত্রে কাজের একটা পদ্ধতি আছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে সেই গণতান্ত্রিক পদ্ধতি না মেনে। সংগত কারণেই এটি এক উদ্বেগজনক ঘটনা। গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত স্বাভাবিক কারণেই উদ্বিগ্ন। কারণ, এর মধ্য দিয়ে গণতান্ত্রিক স্বাধীনতা খর্ব করা হয়েছে এবং সেই কারণে বাংলাদেশে রাজনৈতিক পরিসর সংকুচিত হয়ে যাচ্ছে। -----------আরে পাতাখেকো আমাদের অভ্যন্তরীন বিষয় নিয়ে তোদের মাথা ঘামানোর দরকার কী?

এই পাতাখেকো আরো বলে, ‘আমরা চাই, বাংলাদেশে দ্রুত সুষ্ঠু, অবাধ ও সবার অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হোক।’ ওরে পাতাখেকো গত ৩ ইলেকশনে তোদের সে কথা মনে ছিলোনা এখন কেন সে কথা মনে পড়লো?

মন্তব্য ৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০২৫ দুপুর ১:১৩

সৈয়দ কুতুব বলেছেন: ভারতের নেতৃত্ব বাংলাদেশ মানবিক করিডোর দিচ্ছে এই কথা শুনে নিজের আশ্রয়শিবিরের রেজিস্ট্রেশন ভুক্ত রোহিঙ্গা বাংলাদেশে ঠেলে দিয়েছে। :(

১৪ ই মে, ২০২৫ দুপুর ২:২৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: বর্তমান নেতৃত্ব শিক্ষিত জঙ্গি ও দাঙ্গাবাজ।

২| ১৪ ই মে, ২০২৫ দুপুর ১:৫৬

নতুন নকিব বলেছেন:



যথার্থ বলেছেন। একটি অতি আধুনিক(!) দেশ, যার অধিকাংশ নাগরিক এখনও বনে বাদারে আর রাস্তার পাশে হাগে। এরা বাংলাদেশের অভ্যন্তরিণ বিষয়াদি নিয়ে সারাক্ষণ নির্লজ্জের মত নাক গলাতে থাকবে কিন্তু তাদের দেশের অন্যায়-অনিয়ম আর রাষ্ট্রীয় অনাচার নিয়ে আমরা কথা বললেই আপত্তি।

১৪ ই মে, ২০২৫ দুপুর ২:২৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: পাতাখেকোগুলো অতি নির্লজ্জের মতো বাংলাদেশের বিষয়ে নাক গলাচ্ছে; পাকিস্তানে গলাতে গিয়ে ওদের দাঁত ভেঙ্গে দিয়েছে তারপরও জিতেছি জিতেছি বলে বানরের মতো লাফাচ্ছে।

৩| ১৪ ই মে, ২০২৫ দুপুর ২:৩০

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: বর্তমান ভারত ধর্মান্ধ অশিক্ষিত একটি জাতিতে পরিণত হয়েছে । এদের লজ্জা বোধ এতোটাই নিচে নেমে গেছে যে এদের নিয়ে কথা বলতেই ঘেন্না লাগে ।

১৪ ই মে, ২০২৫ দুপুর ২:৩২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এদের লজ্জা কীকরে থাকবে (?) এরা ৮/১০ জন একত্রে উলঙ্গ হয়ে একই জায়গাতে হাগে, গোবর গোমূত্র খায়।

৪| ১৪ ই মে, ২০২৫ দুপুর ২:৩৮

অরণি বলেছেন: ওরা অন্যদেশের বিষয়ে নাক গলায় কিন্তু তাদের গেরুয়া বাহিনীর তান্ডবের কথা বললেই বলে এটা ওদের অভ্যান্তরীন বিষয়। নির্লজ্জের একটা সীমা থাকা উচিত।

১৪ ই মে, ২০২৫ দুপুর ২:৫৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: একদম ঠিক কথা।

৫| ১৪ ই মে, ২০২৫ বিকাল ৪:৪৯

যামিনী সুধা বলেছেন:



বাংলাদেশে লস্করে-ই-তৈয়বার শাখা খুলেন, ভারত আপনাকেই আব্বাজান ডাকবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.