![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইদানিং যদি কেউ আমাকে জিজ্ঞেস করে, যে বর্তমান সময়ে আপনার প্রিয় লেখক কে?
তখন আমি একবাক্যে বলে দেই 'শাহাদুজ্জামান'!
উনার লেখার সাথে আমার সর্বপ্রথম পরিচয় হয়েছিলো ২০১৭ সালে 'আধো ঘুমে ক্যাস্ট্রোর সঙ্গে' বইটির মাধ্যমে।
তারপর থেকেই আমি তার লেখার খুবই বড় একজন অনুরাগী।
শাহাদুজ্জামানের লেখা আমাকে বরাবর-ই মুগ্ধ করেছে।
বরাবরের মতো তার 'কেশের আড়ে পাহাড়' গল্পগ্রন্থের গল্পগুলোও আমাকে আবার মুগ্ধ হতে বাধ্য করেছে।
'কেশের আড়ে পাহাড়' শাহাদুজ্জামানের ৩য় গল্পগ্রন্থ। ৯টি ভিন্ন আঙ্গিকের গল্প নিয়ে বইটি সাজানো হয়েছে। নিঃসঙ্গতা, দূরত্ব, সাম্প্রদায়িকতা, ব্যর্থতা, মানবিকতা, হতাশা, দেশভাগ, মুক্তিযুদ্ধ প্রভৃতি প্রসঙ্গ উঠে এসেছে একেকটি গল্পে। গল্পগুলো আপনাকে অবশ্যই ভাবাতে বাধ্য করবে।
বইঃ কেশের আড়ে পাহাড়
লেখকঃ শাহাদুজ্জামান
প্রকাশনীঃ ঐতিহ্য
মুদ্রিত মূল্যঃ ১৭০ টাকা
©somewhere in net ltd.