নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয় আহমেদ

Hridoy Ahmed

স্বপ্ন দেখি একদিন সিনেমা বানাবো। সিনেমাতে বাঁচবো, সিনেমাতে মরবো।

Hridoy Ahmed › বিস্তারিত পোস্টঃ

মরণোত্তম: যে গল্প আমাদের সমাজ বাস্তবতার কথা বলে!

১৬ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৫২



আমার এমনিতে কোনো টেলিভিশন নাটক বা টেলিফিল্ম দেখা হয় না। মাঝেমধ্যে কয়েকজন পছন্দের এবং তরুণ নির্মাতাদের কিছু কাজ দেখা হয়।

'মরণোত্তম' কাজটি দেখার মূল কারণ হচ্ছে- সাদাত হোসাইন এবং সঞ্জয় সমাদ্দার দাদা।

'মরণোত্তম' টেলিফিল্ম-টি সাদাত হোসাইনের একই নামের একটি উপন্যাস থেকে নেওয়া। উপন্যাসটি আমি পড়েছিলাম, ভালোও লেগেছিলো। তারপর যখন জানলাম এই উপন্যাস নিয়ে টেলিফিল্মটা হয়েছে, তারপর থেকেই কাজটা দেখার ইচ্ছে হয়েছিলো।
দেখবো, দেখবো করে অনেক সময় চলে গেছে, তারপর আজকে ফাইনালি দেখে নিলাম।

টেলিফিল্মটির গল্প নিয়ে বেশী কিছু বলা যাবে না, কারণ গল্পটা নিয়ে বলতে গেলে স্পয়লার হয়ে যেতে পারে। শুধু এইটুকু বলা যায় যে- গ্রামের স্কুলের একজন প্রধান শিক্ষক, তার একটা নৈতিক দাবি নিয়ে শহিদ মিনারে অনশন করতে যান। তো তার দাবিটা মূলত কি নিয়ে, তার দাবির মূলে কি ঘটনা রয়েছে সেটা জানতে হলে আপনাকে অবশ্যই কাজটি দেখতে হবে।

প্রধান শিক্ষক চরিত্রে ইলিয়াস কাঞ্চন খুব ভালো অভিনয় করেছেন। অনেকদিন পর কোনো কাজে উনার দেখা পেয়ে ভালো লাগলো খুব। কিছু কিছু যায়গায় তার অভিনয় অনেক হৃদয়স্পর্শী লাগবে।

চেয়ারম্যানের চরিত্রে শহিদুজ্জামান সেলিম দারুণ অভিনয় করেছে। তার কিছু কিছু দৃশ্য আপনাকে তার প্রতি অনেক ক্ষোভ তৈরি করে দিবে। আসলে সে চরিত্রটাকে সুন্দর করে ফুটিয়ে তুলতে পেরেছেন।

কবির চরিত্রে ইমতিয়াজ বর্ষণ খুব-ই উজ্জ্বল ছিলেন। তার চরিত্রের ডায়লগ-গুলো এই টেলিফিল্মে অন্যরকম এক মাত্রা তৈরি করেছে।

বাকি অন্যরা যারা ছিলো ছোট ছোট চরিত্রে তাদের ঠিকঠাক-ই লেগেছে।

সঞ্জয় সমাদ্দারের ইদানীং কাজগুলো বেশ ভালো হচ্ছে। তার মেকিং আগের থেকে অনেক বেশী ইম্প্রুভ হয়েছে, তার ইদানীং কালের কাজগুলো দেখলেই বোঝা যায়।

ফাইনালি বলতে গেলে কাজটা আমার কাছে বেশ ভালো লেগেছে। যদিও ছোটখাটো কিছু যায়গা খারাপ লেগেছে যেমন- ব্যাকরাউন্ড মিউজিক বা কিছু যায়গার সিনেমাটোগ্রাফি। তবে আমাদের টেলিভিশন যা বাজেট দেয়, সে হিসেব করলে যথেষ্ট ভালোই হয়েছে কাজটা।

আপনারা যারা দেখেননি তাদের রেকমেন্ড করবো আমাদের দেশের এই সুন্দর কাজটি দেখার জন্য।

আমার রেটিংঃ ৮/১০

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.