![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইতিহাস কখনােই সরলরেখায় চলেনি। ইতিহাসের ভাঁজে ভাঁজে লুকিয়ে রয়েছে নানারকম গল্প, অনেক বাক, খানা-খন্দ। টেক্সট বইয়ে এ সবের জায়গা হয় না। তবে অনুসন্ধানী চোখে এগুলাে ধরা পড়ে। প্রবীণ সাংবাদিক আমানউল্লাহর সঙ্গে এই আলাপচারিতায় উঠে এসেছে আমাদের ইতিহাসের বহু কথা। রাজনীতির মজার মজার গল্প । দীর্ঘদিনের পেশাগত জীবনে রাজনীতির অনেক কুশীলবের কাছাকাছি যাওয়ার সুযােগ পেয়েছিলেন তিনি। আমাদের সমাজ, রাষ্ট্র ও রাজনীতির অন্দরমহলের ছবিটা দেখতে চাইলে এই গল্পগুলাে জানা দরকার। এটি নিছক একটি সাক্ষাৎকারভিত্তিক রচনা নয়। আলাপ হয়েছে দিনের পর দিন। ইতিহাসের একটা বিশেষ সময়ের অনেকগুলাে দৃশ্যপট নিয়ে মালা গাঁথার চেষ্টা হয়েছে এই বইয়ে। এটি ইতিহাস নয়, ইতিহাসের গল্প । ইতিহাসের চেনা মুখগুলাে এখানে ধরা দিয়েছে অন্যভাবে।
আমাদের সংগ্রাম, বীর, সাংবাদিক, সাংস্কৃতি, রাজনীতি এবং রাজনীতিবিদ'দের অনেক ইতিহাস উঠে এসেছে এই বইয়ে।
অনেক অজানা গল্প জানা হয়েছে আমার বইটি পড়ে।
আপনারাও যারা অজানাকে জানতে চান কথায় কথায়, তাদেরকে বইটি পড়ার জন্য হাইলি রেকমেন্ড করবো।
এই বইয়ে একটা ছোট অংশ আপনাদের সাথে শেয়ার করছি-
ইয়াহিয়া খানের একটা জিনিস দেখেছি। রােজার মধ্যে রােজাতাে ছিলই না। মদ খেতেন। চিটাগাংয়ে
গেলাম একবার। রােজার দিন। রােজা থাকে না ঠিক আছে,
কিন্তু সে মদ খাইতেছে ওপেনলি! কারণ তার বস যখন নাই,
আল্লাহর নিচে তাে সে! আল্লাহ যেদিন বলবে, সেদিন অন্য
কথা। তা ছাড়া আর তাে কেউ নাই। অবাক লাগল। মানুষ
ক্ষমতায় গেলে কী যে হয়ে যায়!
এ জন্য অনেকে ক্ষমতা পেয়েও যেতে চায় না। ক্ষমতায় গেলে সে তার মনুষ্যত্বকে ধরে রাখতে পারবে না।
বইয়ের বিস্তারিত-
বইঃ ইতিহাসের যাত্রী
লেখকঃ মহিউদ্দিন আহমদ
প্রথম প্রকাশঃ ফেব্রুয়ারী ২০১৯
প্রকাশনীঃ বাতিঘর চট্টগ্রাম
মুদ্রিত মূল্যঃ ২৬৭ টাকা
©somewhere in net ltd.