![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্লান্ত শরীর, অবশ মন, বিক্ষিপ্ত চেতনা,
লোকালয় থেকে বিচ্ছিন্ন একজন আমি,
শ্লথ হয়ে যাওয়া পদক্ষেপে উদ্দেশহীন যাত্রা।
আজ কি ভরা পূর্ণিমা?
চারিদিকে নরম আলোর প্রচণ্ড উজ্জ্বলতা,
আরে তাইতো!
চুইয়ে পড়া জোছনা কানে কানে তাইতো বলে গেলো।
চারিদিকে গাছগুলি কেমন যেন আরও বেশি প্রাণচঞ্চল।
কিছু কি বলতে চায় আমাকে - গুপ্ত, অপার্থিব কিছু ?
প্রকৃতির রহস্যগুলি কি ভেঙ্গে দিতে চায় আমার কাছে?
হয়তোবা তাই।
কেন আমি অমোঘ আকর্ষণে ছুটে যেতে চাইছি ওদের কাছে,
ওদের কাউকে জড়িয়ে ধরে ফিসফিস করে বলা রহস্যের জটগুলি শুনতে কেন এই আকুলতা?
না, অবশ্যই না; প্রকৃতির রহস্য আবৃতই থাক,
ক্লান্ত শরীর, অবশ মন নিয়েও দৌড়ে পিছু ফিরে যাওয়ার প্রাণপণ চেষ্টা
অমোঘ, তীব্র এই আকর্ষণ থেকে।
রহস্যহীন জীবনের কোন মানে আছে কি ??
২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৩৩
আবু তালেব শেখ বলেছেন: সুন্দর হয়েছে
৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৪০
হুয়ায়ুন কবির বলেছেন: ধন্যবাদ জনাব আবু তালেব শেখ
৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৩৮
আলমগির কবির বলেছেন: অসাধারন লেখা । ভালো লাগলো ।
৫| ০১ লা অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০৮
আলমগির কবির বলেছেন: কবি সাহেব
৬| ০৯ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:২৫
আলমগির কবির বলেছেন: আরও লেখা চাই।
©somewhere in net ltd.
১|
২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২৫
হুয়ায়ুন কবির বলেছেন: পিছু ফেরা