![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাগরের বিশালতা; আমার ধরা-ছোঁয়ার বাইরে
আকাশের অসীমতা; আমার কল্পনাকে হার মানায়
এমন কিছু- তুমি কি তাই হতে চাও
হয়তো আমার বা
অন্য কারো কাছে?
অতি তুচ্ছ আমি,
সাগরের বিশালতা বা কল্পনাকে হার মানানো আকাশের অসীমতা
এমন কিছুকেই ছুঁতে চাইবার মত
অতটা অবোধ আমি নই- ইচ্ছেও নেই হয়তো।
কারণটা যদি জানতে চাও তবে শোন-
আমার আছে জোছনার আলোর মেলা
হাত বাড়ালেই ছুঁয়ে দিতে পারি
মায়াবী কোমল জোছনাকে
সমস্ত শরীরে ধারন করে নেই এর
অপরূপ রূপময়তাকে
আনন্দলোকে হেঁটে চলি অক্লান্ত, দৃপ্ত পদক্ষেপে
নির্জন অনিঃশেষ প্রান্তরে একাকী এই আমি।
২| ২৫ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫০
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক চমৎকার লিখেছেন।
একরাশ ভাল লাগা।
২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৩২
হুয়ায়ুন কবির বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।
৩| ২৫ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫০
আলমগির কবির বলেছেন: ভালো লাগার মত
২৮ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫৮
হুয়ায়ুন কবির বলেছেন: অসংখ্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫৩
হুয়ায়ুন কবির বলেছেন: --- আমার যা আছে ----