নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমাকে খুঁজে ফিরি

হুয়ায়ুন কবির

হুয়ায়ুন কবির › বিস্তারিত পোস্টঃ

কানার হাট বাজার থেকে বেহুদা প্যাঁচাল –

২২ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৪১



মানব চরিত্রে ইদানিং ব্যাপক পরিবর্তন লক্ষণীয়। সবাই চায় ধনী হতে। চাওয়াটা অন্যায় কিছু নয়। কিন্তু পাওয়ার পদ্ধতিগত মারাত্মক নীতিহীনতা পরিত্যাজ্য।

একজন রিকশাওয়ালা, যেখানে ন্যায্য ভাড়া ১০ টাকা সেখানে দাবী করেন ২০-২৫ টাকা। কোন বিক্রিত পণ্যের লাভের পরিমাণের অলিখিত একটি হার আছে। সেক্ষেত্রে বিষয়টি আরও বেশি জটিল। মাঝে মাঝে লভ্যাংশ ২০০% এরও বেশি করার জোরালো চেষ্টা সাধারন ব্যবসায়ীদের মধ্যে দেখা যায়। সেক্ষেত্রে বিষয়টি আরও জটিলতর করে তোলা হয়- যখন কোন পণ্যদ্রব্যের দাম কমে যায়, তখন দাম বাড়ানোর সময় পর্যন্ত পণ্যটি টিকিয়ে রাখতে মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকারক ফরমালিন সহ অন্যান্য বিষাক্ত কেমিক্যাল মেশানো হয়। মুরগীর দিম না কিনে ব্যবসায়ী মহোদয়গণ কৃত্রিম ক্ষতিকর ডিম কিনেন। লাভের হারটাকে যে উর্ধ্বমুখী রাখতে হবে। কিছু বলতে যাবেন, উত্তরটা হবে “রাখ তোর নৈতিকতা, শালা বান ......।”

ডাক্তারের কাছে যাবেন, সেখানেও মহা হুলস্থূল (ব্যতিক্রম মহামানবদের বাদ দিয়ে- সংখ্যায় সংখ্যালঘু)। ফী+২ টা প্রয়োজনীয় Test এর সাথে ৪ টা অপ্রয়োজনীয় Test। কমিশনের টাকাটা দ্বিগুণ! Attendant দের ভাবসাবটাও বেশ- এক একজন ডাক্তারেরও ওস্তাদ! হৃদরোগীরা ডাক্তার দেখাতে গেলে মহারথী Attendant দের হাঁকডাকে আজরাইল (আঃ) হাজির হতেও বাধ্য হয়ে যান মাঝে মাঝে।

এই অতি লাভ বা লোভের কারনে এবং ভেজালে ভেজালে, অন্যায় অনাচারে সারা বাংলাদেশটাই সয়লাব। আমরা যামু কই !

ফরমালিন নিয়ে আমার এক বন্ধুর মন্তব্য- যেভাবে ফরমালিন খাচ্ছি (ফরমালিনযুক্ত খাদ্যদ্রব্য) তাতে মরার ১০০ বছর পরও যদি আরেকজনকে কবরস্থ করতে আমাদের কবর খনন করা হয়, তবে আমাদের লাশটা অক্ষতই পাবে। যারা দেখবে তারা চিৎকার করে বলে উঠবে, আহারে কত বড় বুজুর্গ মানুষ, এত বছর পরও অক্ষত আছেন, এই মহান বুজুর্গের শরীরে আঘাত করার মতো কোন প্রানী নেই। হাজার হাজার মানুষ দেখতে আসবে। অলৌকিক এমন ব্যাপার সামাজিক যোগাযোগ মাধ্যম, প্রিন্ট মিডিয়া, ইলেক্ট্রনিক মিডিয়া হয়ে উঠবে গরম! আমেরিকার প্রেসিডেন্টের পেটের অসুখের খবর বাদ দিয়ে আমাদের অক্ষত লাশ Live Telecast করা হবে! শালা, আমাদের মত মহাপাপী মানুষেরাও ফরমালিন আর এজাতীয় দ্রব্যাদির কারনে শত বছর পর ওলী, আওলিয়া, বুজুর্গ জাতীয় কিছু একটা হয়ে যাবো!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৪১

হুয়ায়ুন কবির বলেছেন: কানার হাট বাজার থেকে বেহুদা প্যাঁচাল –

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.