![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এখানেই, তোমাদের মাঝে।
(হুমায়ুন কবির)
সাধ্যি কার, মৃত্যু দেওয়া যিনি সৃষ্টি করেছেন
তাঁকে ছাড়া ?
ঠেলে, ছুঁড়ে ফেলতে চাওয়া অন্ধকারে
নিজের অজান্তেই ঠুনকো অহমিকার তীব্র বাণে
বিদীর্ণ করার হঠকারী সিদ্ধান্তকে বাস্তবায়ন করতে
এ কোন অসার খেলা !
কে'বা জানে, পোড়া গাছের দীর্ঘায়িত বৈরাগ্য বিদীর্ণ করে
হয়তো কোন একদিন;
অযুত, লক্ষ কচি পাতা, ডাল বাঁকানো ফুলের রাশি,
সবুজ, নীল, হলুদ পাখ্
ভোরের গোলাপি রঙের সোনালি আভা,
প্রাণপণে আমার হয়ে ঘোষণা করবে-
আমি আছি, আত্মসম্মানের দৃঢ় কাঠিন্য নিয়ে।
তপ্ত শরীর জুড়িয়ে দেয়া মৃদু, পবিত্র হাওয়া,
জ্যোৎস্নার দুঃখ ভুলানিয়া নির্মলতায় অবস্থান করে
কানে কানে বলে যাব-
আমি এখানেই, তোমাদের মাঝে
বিরাজিত অস্তিত্বের সবটুকু নিয়ে।
২| ২৪ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫
আলমগির কবির বলেছেন: অসাধারন
©somewhere in net ltd.
১|
২৩ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬
হুয়ায়ুন কবির বলেছেন: আমি এখানেই, তোমাদের মাঝে।