![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ভাল, এইতো বেশ !!
(হুমায়ুন কবির)
নিরন্তর ভেসে বেড়ানো স্মৃতির বুদ্বুদ
আক্ষেপ আর নীচতার নীরব স্বাক্ষী
অবারিত আকাশের মেঘঢাকা চাঁদের লুকোচুরি
অবাস্তব, অপ্রাসঙ্গিক ভাবাবেগের দোলা
থাক না সময়টা বিমূর্ত- অচঞ্চল, স্থির
এই ভাল, এইতো বেশ !!
দূরে কোথাও হুল্লোড়
উচ্চস্বরের ধামাকা গান
ঝোপের আড়াল থেকে জ্বলজ্বলে চোখে
তাকিয়ে থাকা শ্বাপদ- কিছু একটা
এই ভাল, এইতো বেশ !!
লজ্জাবনত নববধূর ঢেকে রাখা
মুখের ঘোমটা হঠাৎ
কিছুটা উন্মুক্ত হওয়ার মতো
মেঘের আড়ালে থাকা জ্যোৎস্নার লুকোচুরি
এই ভাল, এইতো বেশ !!
ঘরে ফেরার অপেক্ষায় কে’বা আছে
উদ্বিঘ্ন চাতকের আকাঙ্ক্ষা নিয়ে
ধ্বসে পরতে থাকা ‘মায়াকুঞ্জ’
সকল মায়া, মমতা নিজের মধ্যে ধরে
নুয়ে পরতে চায়
মাটির আলিঙ্গনে
এই ভাল, এইতো বেশ !!
খোলা প্রান্তরে প্রকৃতির এলোমেলো রূপ
সয়ে নেই, বয়ে নেই নিজের মাঝে
দূরের জমাট অন্ধকারে ডুবে থাকা
ভঙ্গুর ‘মায়াকুঞ্জ’র অটুট আকর্ষণ
কাটাতে চাই প্রাণপণে
তবেই তো আপন মনে কথোপকথন না চালিয়ে
আর্তনাদের ঝাঁঝালো কণ্ঠে চিৎকার করে উঠতে পারব-
এই ভাল, এইতো বেশ !!
২| ২৪ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪
আলমগির কবির বলেছেন: চমৎকার
©somewhere in net ltd.
১|
২৩ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫১
হুয়ায়ুন কবির বলেছেন: এই ভাল, এইতো বেশ !!