![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“তোমাকে কোথায় যেন দেখেছি !”
(হুমায়ুন কবির)
“তোমাকে কোথায় যেন দেখেছি !”
বড্ড কানে বাজলো কথাটা।
তরুণীর স্মৃতিশক্তি কি এতোটাই দুর্বল হয়ে গেছে !
তা কিভাবে হয়,
হাতে কোন লিস্টি নেই
তবুও
শপিং মলের আনাচে কানাচে খুঁজে
প্রয়োজনীয় সব
হ্যাঁ, সবকিছুই কিনে নিয়ে হিসেব কষে
দোকানদারদের সাথে নিকেশটা সেরে নিল।
এতো বিস্মৃতি; বেদনা বা দুঃখের জগতে বসবাসকারী কেউ নয়;
ঝলমলে শাড়িতে, উচ্ছল চলনে, বলনে, মিষ্টি হাসিতে
আশেপাশের সবকিছুইকেই আলকিতো করে রেখেছে সে।
কেন আজ ওর মুখে এমন কথা-
“তোমাকে কোথায় যেন দেখেছি !”
বলার সময় মুখটা কি নীচু করে ছিল,
কিছু কি লুকোতে চাইছিলো প্রাণপণে,
বেদনার অশ্রু কিংবা ব্যাঙ্গ করা ঠোঁটের ভাঁজটাকে?
আধময়লা শার্ট, কুঁচকে যাওয়া প্যান্ট
মুচির হাতে সেলাই করা স্যান্ডেলে
অদক্ষতার জ্বলজ্বলে প্রমান-
সেলাইয়ের সুতোর বেরিয়ে থাকা মাথাটা,
কালি পরা চোখের নীচটা, রুক্ষ, এলোমেলো চুলগুলি,
ভাঙ্গা চোয়াল অথবা
ক্ষীণ হতে থাকা শারীরিক কাঠামোটা;
এটাতেই বিস্মৃতি অথবা ব্যাঙ্গ করা তীক্ষ্ণ হাসি
নাকি আমারই ভুল, এমন কিছু ভেবে।
যৌবনের বেলাটাতো এখনও শেষ হয়ে যায়নি
এইতো দু’বছর বা আরও কয়েকটা মাস আগে-
অসহায় ক্রোধে ডান হাতটি মুষ্টিবদ্ধ করে
বাতাসে যখন অশ্লীল কিছু শব্দ ছেড়ে দিতাম
ওর চোখজোড়া ছলছল করে উঠতো তখন,
থিরথির করে কাঁপতে থাকতো মোহন ঠোঁটজোড়া,
কোমল হাতে নিস্ফল আস্ফালনে উত্তোলিত হাতটি
নিজের মুঠোর মধ্যে নিয়ে বলতো,
আমিতো আছি, দেখো সব ঠিক হয়ে যাবে একদিন।
অশ্রু উত্তাল নদীতে আশ্বাসের কঠিন বাঁধ তুলে দিয়ে বলতো-
এবার একটু হাস তো।
আমি হাসতাম,
হাসতাম অমোঘ আশ্বাসের আনন্দে।
হৃদপিণ্ডের মাঝে দেবে যাওয়া বিষকাঁটা
এক টানে উপড়ে ফেলে
বিশ্বাসের মসৃণ, আলোকিত পথে শুরু করতাম যাত্রা
বুকের অতল গভীরে উজ্জ্বল একটি মুখের প্রতিচ্ছবি নিয়ে
মাথা উঁচু করা উদ্ধত অহংকারে .....................
২| ২৪ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪২
আলমগির কবির বলেছেন: অপূর্ব
©somewhere in net ltd.
১|
২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:০৯
হুয়ায়ুন কবির বলেছেন: “তোমাকে কোথায় যেন দেখেছি !”