![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুধুই বর্তমান ..................।।
(হুমায়ুন কবির)
সমস্ত অস্তিত্ব দিয়ে অনুভব করতে চাই
অতল প্রশান্তিকে,
উন্মুক্ত করার আপ্রান চেষ্টা নিরন্তর
এক নতুন জীবনের আশায়-
সহজ, প্রগাঢ় শান্তিতে ছাপিয়ে উঠা দু’কূল
অপরাধহীন, অতীতহীন
অনাগতের ছেঁড়া-ফাটা স্বপ্ন বা দুঃস্বপ্ন নিয়ে
দোদুল্যমানতার সমাপ্তির মাঝে
শুধুই বর্তমান-
পরিপূর্ণ, নিটোল।
বাইরে অপার জ্যোৎস্না
ঘরের অন্ধকার ছাপিয়ে
গোধূলির আলোর মতো
মোহময় প্রশান্তি ছড়িয়ে যাবে।
ঝরনার বয়ে চলা শব্দের মালা
বদলে যাবে ওদের রং,
অর্থহীন শব্দ হয়ে উঠবে গভীর অর্থবহ,
মূর্ছনার আবেগে তীব্র হয়ে উঠবে
জীবনের জন্য মায়া
আরও জীবন্ত, আরও সতেজ।
২| ২৪ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪২
আলমগির কবির বলেছেন: অসাধারন
©somewhere in net ltd.
১|
২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:১৫
হুয়ায়ুন কবির বলেছেন: শুধুই বর্তমান ..................।।