![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কে আমি ......
(হুমায়ুন কবির)
নিরেট অন্ধকারে তাকিয়ে থাকা
বিলাসহীন ম্যাটমেটে চাহনী।
চাতক নয়,
শুধুই শোভা আর মোহ হয়ে থাকা
নিজের কাছে নিজেরই অন্তহীন প্রশ্ন
ভ্রুকুটি করে যায় সারাক্ষণ-
কে আমি?
ধবধবে চাঁদের আলোয় জাগেনা নেশা
শুধুই নিশির ডাকের অপেক্ষা।
আকাশভরা চাঁদের আলো আর অন্ধকারের আড়ি
মেনে নিয়ে মনে মনে চলে অনিঃশেষ ঠাট্টার খেলা।
এলোপাথাড়ি বাতাসের সাথে
অন্ধকারের সুবিশাল গহবর থেকে উঠে আসা
আক্ষেপ আর ভয়ানক যন্ত্রণাকাতর শব্দের মাঝে
অথবা
মাঝরাতের স্তব্ধ এক স্থির সময়ের অভিশাপে,
বোবা হয়ে যাওয়া নিশাচরের মতো
অন্ধকারেই হাতড়ে ফেরা
নিভৃতচারী, একাকী একজন-
খুঁজে ফেরে ক্লান্তিকর অহর্নিশ গুঞ্জিত প্রশ্নের উত্তর
কে আমি?
২| ২৪ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪১
আলমগির কবির বলেছেন: চমৎকার
©somewhere in net ltd.
১|
২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:২১
হুয়ায়ুন কবির বলেছেন: কে আমি ......