নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমাকে খুঁজে ফিরি

হুয়ায়ুন কবির

হুয়ায়ুন কবির › বিস্তারিত পোস্টঃ

পিছু ফেরা

০৩ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৫



পিছু ফেরা
(হুমায়ুন কবির)

ক্লান্ত শরীর, অবশ মন, বিক্ষিপ্ত চেতনা,
লোকালয় থেকে বিচ্ছিন্ন একজন আমি,
শ্লথ হয়ে যাওয়া পদক্ষেপে উদ্দেশহীন যাত্রা।

আজ কি ভরা পূর্ণিমা?
চারিদিকে নরম আলোর প্রচণ্ড উজ্জ্বলতা,
আরে তাইতো!
চুইয়ে পড়া জোছনা কানে কানে তাইতো বলে গেলো।

চারিদিকে গাছগুলি কেমন যেন আরও বেশি প্রাণচঞ্চল।
কিছু কি বলতে চায় আমাকে - গুপ্ত, অপার্থিব কিছু ?
প্রকৃতির রহস্যগুলি কি ভেঙ্গে দিতে চায় আমার কাছে?
হয়তোবা তাই।

কেন আমি অমোঘ আকর্ষণে ছুটে যেতে চাইছি ওদের কাছে,
ওদের কাউকে জড়িয়ে ধরে ফিসফিস করে বলা রহস্যের জটগুলি শুনতে কেন এই আকুলতা?

না, অবশ্যই না; প্রকৃতির রহস্য আবৃতই থাক,
ক্লান্ত শরীর, অবশ মন নিয়েও দৌড়ে পিছু ফিরে যাওয়ার প্রাণপণ চেষ্টা
অমোঘ, তীব্র এই আকর্ষণ থেকে।

রহস্যহীন জীবনের কোন মানে আছে কি ??
(হুমায়ুন কবির)

ক্লান্ত শরীর, অবশ মন, বিক্ষিপ্ত চেতনা,
লোকালয় থেকে বিচ্ছিন্ন একজন আমি,
শ্লথ হয়ে যাওয়া পদক্ষেপে উদ্দেশহীন যাত্রা।

আজ কি ভরা পূর্ণিমা?
চারিদিকে নরম আলোর প্রচণ্ড উজ্জ্বলতা,
আরে তাইতো!
চুইয়ে পড়া জোছনা কানে কানে তাইতো বলে গেলো।

চারিদিকে গাছগুলি কেমন যেন আরও বেশি প্রাণচঞ্চল।
কিছু কি বলতে চায় আমাকে - গুপ্ত, অপার্থিব কিছু ?
প্রকৃতির রহস্যগুলি কি ভেঙ্গে দিতে চায় আমার কাছে?
হয়তোবা তাই।

কেন আমি অমোঘ আকর্ষণে ছুটে যেতে চাইছি ওদের কাছে,
ওদের কাউকে জড়িয়ে ধরে ফিসফিস করে বলা রহস্যের জটগুলি শুনতে কেন এই আকুলতা?

না, অবশ্যই না; প্রকৃতির রহস্য আবৃতই থাক,
ক্লান্ত শরীর, অবশ মন নিয়েও দৌড়ে পিছু ফিরে যাওয়ার প্রাণপণ চেষ্টা
অমোঘ, তীব্র এই আকর্ষণ থেকে।

রহস্যহীন জীবনের কোন মানে আছে কি ??

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৬

হুয়ায়ুন কবির বলেছেন: রহস্যহীন জীবনের কোন মানে আছে কি ??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.