![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্যর্থ
(হুমায়ুন কবির)
চেতনার বৈরাগ্যে অবচেতনের উন্মেষ
সুখের তিরোধানে কষ্টের নষ্ট উল্লাস।
তৃপ্তির ম্রিয়মাণতায় বিশ্বাসের বিলোপ
পচাগলা বর্জ্যের উন্মাদনায়
স্রোতস্বিনীর হাহাকার-
ভয়ে,
সন্তরণের আনন্দে ভাসেনা যে মানবকুল।
ইট, পাথরের আস্তরণে
পরাহত সবুজ ঘাস।
আক্ষেপ,
কোমলতার ছোঁয়া অস্পর্শা, অধরা।
সমীরণ ব্যর্থ,
মাতাল করা বুনো গন্ধ বয়ে নিয়ে যাওয়ার রঙ্গন যে;
অতলের তলার খোঁজে শুধুই নীচে পরতে থাকা।
বিজ্ঞদের অতি অভিজ্ঞ ছলনায়
পথহারা ক্লান্ত নাগরিকের বেঁচে থাকার হাহাকার
অলীক কল্পনাতেও শান্ত হতে ব্যর্থ।
(হুমায়ুন কবির)
চেতনার বৈরাগ্যে অবচেতনের উন্মেষ
সুখের তিরোধানে কষ্টের নষ্ট উল্লাস।
তৃপ্তির ম্রিয়মাণতায় বিশ্বাসের বিলোপ
পচাগলা বর্জ্যের উন্মাদনায়
স্রোতস্বিনীর হাহাকার-
ভয়ে,
সন্তরণের আনন্দে ভাসেনা যে মানবকুল।
ইট, পাথরের আস্তরণে
পরাহত সবুজ ঘাস।
আক্ষেপ,
কোমলতার ছোঁয়া অস্পর্শা, অধরা।
সমীরণ ব্যর্থ,
মাতাল করা বুনো গন্ধ বয়ে নিয়ে যাওয়ার রঙ্গন যে;
অতলের তলার খোঁজে শুধুই নীচে পরতে থাকা।
বিজ্ঞদের অতি অভিজ্ঞ ছলনায়
পথহারা ক্লান্ত নাগরিকের বেঁচে থাকার হাহাকার
অলীক কল্পনাতেও শান্ত হতে ব্যর্থ।
©somewhere in net ltd.
১|
০৫ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫০
হুয়ায়ুন কবির বলেছেন: ব্যর্থ