![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অর্থহীন
(হুমায়ুন কবির)
মন্দে আনন্দ খোঁজা
তঞ্চকতায় তুষ্টি,
অবহেলার উল্লাসে
বঞ্চনার অহিত।
হীতে যন্ত্রণা
নষ্টে নিপুনা,
আবেগের বিনাশে
উন্মত্ততার স্বাদ।
বন্ধনের ছিন্নতায়
অম্বরসম হর্ষ
সুন্দরে অসুন্দর খোঁজায়
নিরন্তর, দ্বিধাহীন তুঙ্গ।
বিশাল হস্তের মস্ত থাবায়
দুর্বল নিপাতের পুলক,
মোহে কাটে মোহন সময়
ঘেরে কাটে জীবন-
অর্থহীন, অপচয়ের মাঝে।
(হুমায়ুন কবির)
মন্দে আনন্দ খোঁজা
তঞ্চকতায় তুষ্টি,
অবহেলার উল্লাসে
বঞ্চনার অহিত।
হীতে যন্ত্রণা
নষ্টে নিপুনা,
আবেগের বিনাশে
উন্মত্ততার স্বাদ।
বন্ধনের ছিন্নতায়
অম্বরসম হর্ষ
সুন্দরে অসুন্দর খোঁজায়
নিরন্তর, দ্বিধাহীন তুঙ্গ।
বিশাল হস্তের মস্ত থাবায়
দুর্বল নিপাতের পুলক,
মোহে কাটে মোহন সময়
ঘেরে কাটে জীবন-
অর্থহীন, অপচয়ের মাঝে।
©somewhere in net ltd.
১|
১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:১৭
হুয়ায়ুন কবির বলেছেন: বিশাল হস্তের মস্ত থাবায়
দুর্বল নিপাতের পুলক,
মোহে কাটে মোহন সময়
ঘেরে কাটে জীবন-
অর্থহীন, অপচয়ের মাঝে।