নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমাকে খুঁজে ফিরি

হুয়ায়ুন কবির

হুয়ায়ুন কবির › বিস্তারিত পোস্টঃ

শালা, কুত্তার পেটে কি আর ঘি মাখা ভাত সহে!

১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১৭




শালা, কুত্তার পেটে কি আর ঘি মাখা ভাত সহে!
(হুমায়ুন কবির)

ম্রিয়মাণ কাহিল কণ্ঠে মজুর কহিলো-
আর কয়দিন, কয়রাত অপেক্ষা করিতে হইবে হুজুর?
বাতিহীন, অন্নহীন, বস্রহীনতায় গৃহবন্দী মোর
প্রানাধিক প্রিয় জায়া, পুত্র, পরিবার।

কন্ধে হাত রাখিয়া স্নেহভরা কণ্ঠে
কহিলেন মহাজন-
আর দিন কয়েক,
তারপরে হইবে সব ঠিকঠাক,
অন্দর-বাহির আলোকিত করিবো নিশ্চিত এইবার।

চিকন চাল, দুধ, মাছ, মাংস, ঘি আর
তৃপ্ত ভোজের আয়োজন সম্ভারে
ভরাবো তোমার ভাঁড়ার।
পেট পুরে খাবে স্ত্রী, সন্তান সহ গোটা পরিবার।

নতুন কাপড়ে ঘুরিবে, সরবে আলোয় নাচিবে মন।
আহ, কি আনন্দটাই না হবে সবার চিত্তে
ভাবিয়াছ একবার?

জলভরা চোখে বহু কষ্টের মলিন হাসি ফুটাইয়া
কুণ্ঠিত কণ্ঠে জিজ্ঞাসা করিলো মজুর -
দীর্ঘ উপবাস পরে,
ঘি মাখা ভাত সহিবে কি জঠরে?

কিছু নীরবতা-
অবশেষে উচ্ছল, উত্তাল হাসির ফোয়ারা ছুটাইয়া
কহিলেন মহাজন-
“মানুষে সত্য কথা কহে,
শালা, কুত্তার পেটে কি আর ঘি মাখা ভাত সহে!”
(হুমায়ুন কবির)

ম্রিয়মাণ কাহিল কণ্ঠে মজুর কহিলো-
আর কয়দিন, কয়রাত অপেক্ষা করিতে হইবে হুজুর?
বাতিহীন, অন্নহীন, বস্রহীনতায় গৃহবন্দী মোর
প্রানাধিক প্রিয় জায়া, পুত্র, পরিবার।

কন্ধে হাত রাখিয়া স্নেহভরা কণ্ঠে
কহিলেন মহাজন-
আর দিন কয়েক,
তারপরে হইবে সব ঠিকঠাক,
অন্দর-বাহির আলোকিত করিবো নিশ্চিত এইবার।

চিকন চাল, দুধ, মাছ, মাংস, ঘি আর
তৃপ্ত ভোজের আয়োজন সম্ভারে
ভরাবো তোমার ভাঁড়ার।
পেট পুরে খাবে স্ত্রী, সন্তান সহ গোটা পরিবার।

নতুন কাপড়ে ঘুরিবে, সরবে আলোয় নাচিবে মন।
আহ, কি আনন্দটাই না হবে সবার চিত্তে
ভাবিয়াছ একবার?

জলভরা চোখে বহু কষ্টের মলিন হাসি ফুটাইয়া
কুণ্ঠিত কণ্ঠে জিজ্ঞাসা করিলো মজুর -
দীর্ঘ উপবাস পরে,
ঘি মাখা ভাত সহিবে কি জঠরে?

কিছু নীরবতা-
অবশেষে উচ্ছল, উত্তাল হাসির ফোয়ারা ছুটাইয়া
কহিলেন মহাজন-
“মানুষে সত্য কথা কহে,
শালা, কুত্তার পেটে কি আর ঘি মাখা ভাত সহে!”

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১৮

হুয়ায়ুন কবির বলেছেন: শালা, কুত্তার পেটে কি আর ঘি মাখা ভাত সহে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.