নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমাকে খুঁজে ফিরি

হুয়ায়ুন কবির

হুয়ায়ুন কবির › বিস্তারিত পোস্টঃ

আছি তোর সমস্ত অস্তিত্ব জুড়ে

১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৯




আছি তোর সমস্ত অস্তিত্ব জুড়ে
(হুমায়ুন কবির)


ইচ্ছে ঘুড়ির বাঁধা সুতোটা
অনিচ্ছার হ্যাঁচকা টানে ছিঁড়ে ফেলি।
লাটাইয়ের বুনট সুতার প্যাঁচে আঁটকে থাকা
বাঁশের ফালিগুলি আছড়ে টুকরো টুকরো করে দেই।

সন্ধ্যার অন্ধকারে শব্ধহীন অগাধ সমুদ্রের মাঝে
শোক, ক্ষোভ, দুঃখ, অভিমানে মুহ্যমান হয়ে থাকা।
শান্ত চোখ বেয়ে কয়েক ফোঁটা জল দেখা দিয়েই
শুকিয়ে যায় দ্রুত।
সবাই আছে, সব আছে
শুধু সে ছাড়া।

পিছু ডাকার জন্য এতো লম্বা সময় পাড়ি দেবার মতো
গলার স্বর উঁচানোর ক্ষমতাটা নেই যে দেহে।

সে থাকেনি, থাকতে পারেনি,
সবাই যে ইতিহাসের মানুষ
চিরন্তন সত্যের কাছে মাথা নত করে
ইতিহাসেই তাঁর অবস্থান।

একটু ঝেড়ে নিলেই পাতাগুলি থেকে উঠে আসে
অসংখ্য অধ্যায়, গুঁটি গুঁটি সাজানো শব্দের
মোহজাল বিছানো শীতল পাটিতে বসে
কি নির্মল, নিস্পাপ হাসি হেসে বলবেন হয়তো,
“আমাকে ডেকেছিস খোকা?”

আমি আন্দোলিত হই, পার্থিব সকল কিছুই
কি অদ্ভুত ঝকঝকে,
বাতাসেরা মৃদু পায়ে অপার্থিব সুরের গান বয়ে নিয়ে আসে,
কি আনন্দ, কি সুখ, কি অদ্ভুত সৌন্দর্যের মেলা সবখানে।
আহ, সময়টা যদি এখানেই থমকে যেতো!

মনের ঝকঝকে আকাশের গায়ে
হঠাৎ উছলে উঠে স্ফুলিঙ্গের দল,
অন্তর কাঁপে থরথর।
ইতিহাসের এক পাতা থেকে
উঠে দাঁড়ান মায়াবী এক নারী।
আমি আকুল হয়ে জিজ্ঞেস করি-
“মা, সত্যিই কি তুমি?”

অবিশ্বাসের কষাঘাতটা বুঝি সহ্য হয় না মা’র,
জ্বালাভরা জলের ঢেউয়ের মতো অসহায় কলস্বরে
দু’টি বাক্য ভেসে বেড়াতে থাকে ক্লান্তিহীন-
“আমি যাই, তুই ভালো থাকিস।”

অভিমানের ক্রুরতা আঘাতের পর আঘাত হেনে যায়
সর্বহারা এই প্রাণে।
দু’হাত দিয়ে আপ্রাণ চেষ্টা করে যাই
চোখের নির্বাক অশ্রুধারাকে শৃঙ্খলাবদ্ধ করতে,
কতক্ষণ, আর কতক্ষণ?

চিৎকারে আকাশ প্রকম্পিত করে উঠতেই
দূর, বহুদূর থেকে
কার যেন কোমল কণ্ঠ আছড়ে পড়ে সমস্ত চেতনা জুড়ে
“বাছা আমার, এমন করছিস কেন?
আমি আছি, তোর মাঝেই আছি,
আছি তোর সমস্ত অস্তিত্ব জুড়ে”।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫২

হুয়ায়ুন কবির বলেছেন: আছি তোর সমস্ত অস্তিত্ব জুড়ে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.