নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমাকে খুঁজে ফিরি

হুয়ায়ুন কবির

হুয়ায়ুন কবির › বিস্তারিত পোস্টঃ

ভয়ংকর প্রাকৃতিক অনিয়ম

১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৪২




ভয়ংকর প্রাকৃতিক অনিয়ম
(হুমায়ুন কবির)


অঙ্গ যেখানে মিথ্যা দিয়ে বারো আনাই ঢাকা,
সত্যবাদিতার চার আনার মুখোশটা ঠাট্টা নয় কি?
এ খেলা, আজব খেলা সত্য সত্য, মিথ্যা মিথ্যা,
বিবস্রতা, চতুরতা আর প্রতারণার খেলা-
আচ্ছা, এটাকি ভণ্ডামির আরেক নাম?

শিক্ষিত, মার্জিত লোকদেরও কি এমন হতচ্ছাড়া মতিভ্রম ঘটে,
গুরু-অবতার সাজার মার্জিত ধূর্তামি কি তাদের রক্তেও নেশা ছড়ায়,
খেলাচ্ছলে খুবলে খুবলে খায় মনুষ্যত্বকে?

এ খেলায় কি পাপ আছে?
আছে আছে, মহাপাপ আছে হয়তোবা।
হয়তোবা বলছো কেন ভায়া,
নিশ্চিত নও কেন?

কর্মে জীবন পার করে দিলাম জঠরের আগুন নেভাতে,
ধর্ম মর্ম অতশত এখনো বুঝে উঠার ক্ষমতা হয়নিকো।
শুধু শুনা কথা, মাদ্রাসায় পাঠের সময়, মাঝে মাঝে ওয়াজের বয়ানে;
শুনে শুনেই বলা আর কি।

ভাবে উদয় হওয়া শুঁয়োপোকাটা
সারা গতর ক্যাঁতরে ক্যাঁতরে বেড়াচ্ছে
কি কুৎসিত, নির্বোধ, রোমশ দুঃস্বপ্নের মতো।

যদি বেঁচে থাকে আর কয়েকটা দিন,
বীভৎসতার আবরণটা ভেদ করে
এটাও হয় উঠবে প্রজাপতি নিশ্চিত।
বসন্তের বাতাসে রঙ্গিন ধুলো উড়তে থাকবে ওর
নানা রংয়ের পাখা থেকে-
একথা বিশ্বাস করতে বাঁধা নেই কোন
খুব বেশি আশ্চর্য হবারও কিছু নেই
এটাই বিধান, এটাই নিয়ম।

বিধানটা যদি এমনি অমোঘ হয় সেটা রুখবে কে বা কারা
কোন সে মহাজন, মহারথী?

বারো আনা ঢাকা মিথ্যার অঙ্গধারী মানুষগুলি
দরবেশ বা সাধু হয়ে যাবে তারা
তঞ্চকতার ঘেরে বন্দি থেকেও?
এমনটা নাও হতে পারে-
এটা হয়তো ভয়ংকর প্রাকৃতিক অনিয়ম।

এসব বাদ দেতো, ভাবিস না বেশি
তালপুকুরের শান্ত জলে বেতাল ঢিল কেন ছুঁড়তে যাস?
তারচে ভাল, চোখ খোল, চেয়ে দেখ-
ঐ যে শীর্ণ নদীটার খরস্রোত ছুটে চলেছে
সাগরের বুকে আশ্রয় নেবার কি কঠিন নেশায়
বুঝতে পারছিস?- নেশাটা কেমন উন্মত্ত?
একেবারে নেশা ধরিয়ে দেয়ার মতো।

পাহাড়ের ঘননীল ছায়ায় আকাশের ছবিটা-
অথবা ঝকঝকে চাঁদটা, ম্রিয়মাণ তারাগুলি
জংলার গাছগুলিকে আরও বেশি জীবন্ত করে দিচ্ছেরে ভায়া!
স্নিগ্ধতায় ভাসিয়ে নিয়ে যাচ্ছে সব।

ভয় পাসনে, ওরা ভাঙ্গতে জানে না,
ওরা তো শুধু জুড়ে দেয়
তোর, আমার বিক্ষিপ্ত মনকে
বেঁচে থাকার আনন্দে ভরে দেয় সমস্ত অস্তিত্বকে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৪

হুয়ায়ুন কবির বলেছেন: ভয়ংকর প্রাকৃতিক অনিয়ম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.