![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুর্বলতা-
(হুমায়ূন কবির)
জীবন মানে নরম কার্পেটে মোড়া মসৃণ পথ বেয়ে
নৃত্যের ছন্দে হেঁটে বেড়ানো নয়,
কোথায় পাবে সহজ সরল প্রশস্ত রাজপথ-
নিরঙ্কুশ, নিশ্চিত নিরাপদ?
যেখানে নাচবে, হাসবে, আনন্দে ভাসবে বারবার বারবার বারবার।
চারিদিকে পঙ্কিল খাদ,
এড়াতে চাও সেটা পারবে অবশ্য
কিন্তু পড়বে গিয়ে আরেকটা জঞ্জালপূর্ণ খাদে
সন্দেহাতীতভাবে।
তো, কর্তব্য কর্মটা কি?
চোখ বুজে সামনে এগিয়ে যাও,
যদিও জান পথগুলি বাঁকাচোরা
অতি অপরিসর সরু একফালি পথ।
কাতারে কাতারে সব মানুষ চোখ বুজে টিপেটিপে চলছে যে পথের বুক বেয়ে।
তাই দেখে ঘন অন্ধকারে ভরা খাদ্গুলি পিটপিট করে তাকিয়ে
অট্টহাস্যে কম্পিত করছে যাত্রীদের।
পুতিগন্ধে ভরা আকাশ-বাতাস
নিঃশ্বাস বন্ধ হয়ে আসে।
যদি তুমি একা হও
হাত ধরার কেউ না থাকে
মাথা ঘোরার সাথে সাথে তোমার সমস্ত দেহ
অন্তরাত্মা সহযোগে ঘুরতে থাকবে
ভন ভন ভন ভন ............।।
সামান্য হেঁয়ালিতে তুমি তলিয়ে পরতে থাকবে অতলান্ত গহবরে
তোমার আর্ত চিৎকার শুধু ধ্বনিত হবে, প্রতিধ্বনি ছড়াবে
আরও কিছু নিঃসঙ্গ মানুষকে দুর্বল করবে।
তাহলে দাঁড়ালোটা কি?
'তোমার দুর্বলতায় ভরা মৃত্যু চিৎকার
বহুজনের তলিয়ে যাওয়ার কারন।'
(ছায়া)
©somewhere in net ltd.
১|
১৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৪
হুয়ায়ুন কবির বলেছেন: দুর্বলতা-