নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমাকে খুঁজে ফিরি

হুয়ায়ুন কবির

হুয়ায়ুন কবির › বিস্তারিত পোস্টঃ

অবয়ব

২৬ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:৫৮




অবয়ব
(হুমায়ুন কবির)

ভৌতিক, স্তব্ধ অন্ধকার টুকরো টুকরো করে
বুকের পাঁজরে কাঁপন ধরানো কণ্ঠটি বলে উঠে-
আমি মানুষ চাই, একটা মানুষ এনে দিতে পারবি?

অদ্ভুত মিনতি আমাকে আশ্চর্য করে না,
তরল পরিহাসে মৃদু হাস্য খেলে যায় না ঠোঁটে।
আমি ভয় পাই, অপার্থিব শীতল ভয়ের ঠাণ্ডা স্রোতটা
শরীরের প্রতিটা লোমকূপকে জাগিয়ে দিয়ে যায়,
কাঁপিয়ে দিয়ে যায় পুরো শরীরটাকে।

কাঁপা কাঁপা কণ্ঠে উত্তর দেই-
মানুষ, মানুষ দিয়ে কি হবে?
চারিদিকে লক্ষ কোটি মানুষ আমরা
ঘুরে বেড়াই অবাধে।

কণ্ঠটা অট্টহাসিতে ফেটে পড়ে তীব্র অহংকারে
আরও ম্রিয়মান হয়ে যাই আমি।
হাসির মাঝেই শুনতে পাই বিদ্রুপের জ্বালা ভরা হুংকার
তোদের মাঝে মানুষটা কে,
তোদের মধ্যে মানুষ কে?
দু’পায়ে হেঁটে বেড়ানো তোরা কি এখনো মানুষ হয়েছিস?
তোরা কি কাঁদতে পারিস?
তোরা কি হাসতে পারিস?
তোরা কি পারিস নিজের মধ্যে লুকিয়ে রাখা আদিম বুনো উন্মাদনা
শান্ত করে মানুষ হয়ে চলতে?

না পারিস না, তোরা নিজের মধ্যে লুকিয়ে রাখা জানোয়ারটাকে
হরহামেশা বের করে আনিস।
তোরা তোদের জাতের শরীরে ঢেলে দিস তরল বিষ
পুড়তে থাকা শরীরের কটু গন্ধের মাঝে খুঁজে ফিরিস
স্বার্থের অনৈতিক উচ্ছ্বাস।
অবৈধ লীলার ফসল শরীরের অংশ হয়ে বেড়ে উঠা
দশ মাস দশ দিনের তাজা প্রাণকে
আবর্জনা খুঁজে বেড়ানো শেয়াল, কুকুর, কাকের ভাগাড়ে
ছুঁড়ে ফেলিস অবলীলায় মুহূর্তেই।

তোদের মধ্যে মানুষ নেই, আছে শুধু অবয়ব
হ্যাঁ, মানুষেরই অবয়ব, স্রেফ অবয়ব।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৪৭

হুয়ায়ুন কবির বলেছেন: অবয়ব

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.