![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসি
(হুমায়ুন কবির)
আমি ভালবাসি,
প্রচণ্ড ভালবাসি তোমায়-
হৃদয়ের সমস্ত উচ্ছ্বাস নিংড়ানো সুগন্ধি ছড়িয়ে
তোমার সামনে দাঁড়াই,
হ্যাঁ, স্বর্গীয় সুগন্ধি নিয়েই দাঁড়াই।
ইন্দ্রিয়ের সব অনাবিল চাওয়া নিয়ে তোমার কাছে যাই
শুধু তোমার হাতটা ধরতে।
তোমার পেলব কপোল ছুঁয়ে দিতে চাই খানিকক্ষণ,
কি শীতল ভরাট কপোল-
ছুঁতেই বুঝি মিলিয়ে যাবে সব গ্লানি আর অবসাদ!
তোমার নিখাদ স্পর্শে নিজের মধ্যে জমানো
সমস্ত পঙ্কিলতা থেকে এক লহমায় মুক্ত হয়ে
অনন্ত, অসীম মহাকাশপানে উড়িয়ে দেব নিজেকে।
প্রসারিত হাতে অবলীলায় ভেসে বেড়াবো
শরতের মেঘের ভেলার সাথে।
তুমি কি উড়বে আমার সাথে?
মুক্ত বিহঙ্গের মতো অভীষ্ট লক্ষে নয়-
অনির্দিষ্ট গন্তব্যে অবিরাম;
হাতে হাত রেখে উড়ে বেড়ানোটা
ভালোই লাগবে দেখো।
©somewhere in net ltd.