নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমাকে খুঁজে ফিরি

হুয়ায়ুন কবির

হুয়ায়ুন কবির › বিস্তারিত পোস্টঃ

অভিশাপের পরাজয়-

১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২২



অভিশাপের পরাজয়-
(হুমায়ুন কবির)

আমার চক্ষুদ্ব্য় ধিকি ধিকি জ্বালা নিয়ে জ্বলতে থাকে,
ভাবি, তস্করের লোভ নিয়ে সুখের প্রতিজ্ঞায়
আমার একটা সাহস হোক।
চতুর প্রবঞ্চক ধূর্ত মিথ্যার আবরণে ঢাকা- তাতেও চলবে।
হোক তার অহংকারকে কাদিয়ে জব্দ করে দেয়ার অভিলাস প্রস্ফুটিত
অভিশাপের সফলতায় আছড়ে ভাঙ্গতে থাক ওর সব সুখ-
তাতে আমার কিছু আসবে-যাবে না।

আমি অভিশাপের শর ছুড়তেই থাকব
একটা, দুইটা, শতটা, হাজারটা।
করুণভাবে অসীম কালো মহাশূন্যের দিকে তাকিয়ে
ফোপাতে থাক সে,
দু’চোখ তার জল ভাসিয়ে ভাসিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাটুক
অন্ধকারের পাণে।
আমার বুক থরথর করে কাঁপবে না,
বিস্ময় বা আবেগের শিহরতা রক্তের ভিতর ছুটোছুটি করবে না,
ছলনার স্মরণটা যে অফুরান, বিরাজমান আমার সমস্ত অস্তিত্বে।

ভাবতে গিয়ে হেসে ফেলি-
কি আশ্চর্য! অভিশাপের তীব্র দহনটা
হঠাৎ, ধপ করে নিভে যায়।
অবাক হয়ে দুই চোখ অপলক করে তাকাই তার দিকে;
ওর শিথিল চক্ষুর অলস তারা দুটো যেন অদ্ভুত এক বিস্ময়ে
স্নিগ্ধ হয়ে গেছে,
যে বিস্ময় স্নিগ্ধতায় এক লহমায় ভালবেসে ফেলেছিলাম তাকে।
অদ্ভুত কাঁপতে থাকা কণ্ঠে আস্তে খুব আস্তে বলে উঠি,
আমি তোমাকে ভালবাসি, খুব ভালবাসি,
ভালবাসতেই থাকব আজীবন;
তুমি ভালো থেকো প্রিয়- তা তুমি যেমনিই হও না কেন।
(হুমায়ুন কবির)

আমার চক্ষুদ্ব্য় ধিকি ধিকি জ্বালা নিয়ে জ্বলতে থাকে,
ভাবি, তস্করের লোভ নিয়ে সুখের প্রতিজ্ঞায়
আমার একটা সাহস হোক।
চতুর প্রবঞ্চক ধূর্ত মিথ্যার আবরণে ঢাকা- তাতেও চলবে।
হোক তার অহংকারকে কাদিয়ে জব্দ করে দেয়ার অভিলাস প্রস্ফুটিত
অভিশাপের সফলতায় আছড়ে ভাঙ্গতে থাক ওর সব সুখ-
তাতে আমার কিছু আসবে-যাবে না।

আমি অভিশাপের শর ছুড়তেই থাকব
একটা, দুইটা, শতটা, হাজারটা।
করুণভাবে অসীম কালো মহাশূন্যের দিকে তাকিয়ে
ফোপাতে থাক সে,
দু’চোখ তার জল ভাসিয়ে ভাসিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাটুক
অন্ধকারের পাণে।
আমার বুক থরথর করে কাঁপবে না,
বিস্ময় বা আবেগের শিহরতা রক্তের ভিতর ছুটোছুটি করবে না,
ছলনার স্মরণটা যে অফুরান, বিরাজমান আমার সমস্ত অস্তিত্বে।

ভাবতে গিয়ে হেসে ফেলি-
কি আশ্চর্য! অভিশাপের তীব্র দহনটা
হঠাৎ, ধপ করে নিভে যায়।
অবাক হয়ে দুই চোখ অপলক করে তাকাই তার দিকে;
ওর শিথিল চক্ষুর অলস তারা দুটো যেন অদ্ভুত এক বিস্ময়ে
স্নিগ্ধ হয়ে গেছে,
যে বিস্ময় স্নিগ্ধতায় এক লহমায় ভালবেসে ফেলেছিলাম তাকে।
অদ্ভুত কাঁপতে থাকা কণ্ঠে আস্তে খুব আস্তে বলে উঠি,
আমি তোমাকে ভালবাসি, খুব ভালবাসি,
ভালবাসতেই থাকব আজীবন;
তুমি ভালো থেকো প্রিয়- তা তুমি যেমনিই হও না কেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.