![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলোচনা চলবেই
(হুমায়ুন কবির)
ঘুম আসে না-
চোখ দুটোর ক্লান্তি যেন ভয় পেয়ে আর্তনাদ করছে,
ধুলিময় জীবনটাকে কোন একসময় রত্মময় করার কথা ছিল
তা যে আজও হয়ে ওঠেনি।
লজ্জা হয়, বড় লজ্জা হয়
দুঃসহ গ্লানি আঁকড়ে থাকে সমস্ত অন্তরাত্মা।
নাহয় হতো মিথ্যা গৌরবের একটা রটনা মুখর,
ভুল করে হলেও গৌরবের রটনাটা মুখর হয়ে উঠত চারপাশ-
হয়নি, আশাও নেই হবে আর।
শত চেষ্টায় মনের ভয় ভাঙ্গানো যায় না
অনুরোধ করলেই শান্ত হয় না মন
সারাক্ষণ গ্লানির খোঁচা পুষে রাখার কি যন্ত্রণা
সেকি ভুলতে চাইলেই অবসান হয়?
অকপট হওয়া হয়নি কখনো
নৈশব্দের মাঝে বাঙময় করতে চেয়েছি নিজেকে
আবার চিৎকার করে বলতে চেয়েছি কখনো
ভুল, এ ভুল, মারাত্মক ভুল।
বলা হয়ে উঠেনি, নীরবে বা সরবে,
কপট গৌরবের ছোঁয়া চাইতে গিয়ে দুঃসহ লজ্জায় শিউরে উঠেছি বারবার।
এখন আর পৃথিবীর রক্তিম রূপের দিকে তাকিয়ে
চোখে অদ্ভুত স্নেহাক্ত দৃষ্টি উথলে ওঠেনা
মনে হয় না নবজাতক আত্মজের মুখ দেখছি।
মনের আবেগগুলি আস্তে আস্তে পা টিপে-টিপে বেড়ালের মতো হয়ে যায়
একটা চতুর ইদুরকে ধরবার প্রতিজ্ঞা নিয়ে এগিয়ে যেতে চায় মন
চোখ কাঁপে, বুকটাও কাঁপে।
চিন্তায় একটা বিস্ময়ের প্রশ্ন ঘুরেফিরে মুখর হয়ে ওঠে
ভালো হবার মহৎ চেষ্টা এভাবে ব্যর্থ হয় কেন?
ভালো কাজের পরিণাম এতো খারাপ হয় কিভাবে?
এই ধাঁধার উত্তর নেই, শেষ নেই
এটা শুধু চর্চার মধ্যেই সীমাবদ্ধ, আলোচনা চলবেই।
©somewhere in net ltd.
১|
১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৪
হুয়ায়ুন কবির বলেছেন: আলোচনা চলবেই