![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি শাহবাগ যাচ্ছোনা কেন?
তোমার মাটির প্রতি -ইঞ্চিতে লেগে আছে শহীদের রক্তের দাগ!
তোমার বাতাশে মিশে আছে লক্ষ মায়ের সন্তান হারা হাহাকার!
তোমার জলের প্রতি ঢেউয়ে বোনের সম্ভ্রম হারানোর বেদনা!
তোমার আকাশে ছড়িয়ে আছে অন্যায়ের প্রতিবাদ লিপি!
তুমি শাহবাগ যাচ্ছোনা কেন?
তিলে তিলে গড়া তোমার ভাষার অধিকার-
ধ্বংস করতে ওরা অংক কসছে দেখ,
পূর্ব-প্রজন্মের বুকের পরে নির্মিত তোমার স্বদেশ-
দখল করতে ওরা হামলে পড়ছে দেখ,
হাজার বছরের পাললিক মনে গেঁথে দিতে-
মরুর উত্তাপ ওরা এগিয়ে আসছে দেখ,
তুমি শাহবাগ যাচ্ছোনা কেন?
তোমার শহর-খেলার মাঠ,পরিচিত গলি-পথ গুড়িয়ে দিতে
তোমার রেল ষ্টেশন -বিদ্যালয়,প্রিয় প্রাঙ্গন-পাঠাগার জ্বালিয়ে দিতে
তোমার প্রিয়তমার মুক্ত বিশ্বাস কালো কাপড়ে আটকে দিতে
তোমার নদী-জলাশয়-পাহাড়,তেপান্তরের স্বপ্ন,সভ্যতা গুড়িয়ে দিতে
ভয়াল নখের রাক্ষসেরা এগিয়ে আসছ;
তুমি শাহবাগ যাচ্ছোনা কেন?
সামাজিক দৈন্যের প্রতিবাদ করছোনা কেন?
রাজনৈতিক মিথ্যা ছুড়ে ফেলছোনা কেন?
মিথ্যা-বিচারের প্রতিবাদে লড়ছোনা কেন?
তুই-রাজাকার বলে, বিক্ষোভের হাত তুলছোনা কেন?
শাহবাগ যাচ্ছোনা কেন? যাচ্ছোনা কেন?যাচ্ছোনা কেন?
সারা বাংলায় উত্তাল শাহাবাগ গড়ছোনা কেন?
ভেঙ্গে পড়া বিবেকের আগল খুলছোনা কেন?
পঞ্চান্ন হাজার বর্গমাইল বাঁচাতে তুমি হাটছোনা কেন?
এত-সাগর রক্তের বিনিময়ে তোমার ঘাম ঝরছেনা কেন?
তুমি শাহবাগ যাচ্ছোনা কেন? যাচ্ছোনা কেন?যাচ্ছোনা কেন?
তুমি শাহবাগ যাচ্ছোনা কেন?
©somewhere in net ltd.
১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৮
সরল মানুষ৭ বলেছেন: আমার একটা প্রশ্ন ঃ
এটা কী যুদ্ধাপরাধীদের বিচারের আওতায় আনার জন্য?
নাকি যুদ্ধাপরাধীদের ফাসি দেওয়ার জন্য?
যদি “যুদ্ধাপরাধীদের বিচারের আওতায় আনার জন্য” হয় তাহলে এই আন্দোলনের সাথে আমি একমত।
আর যদি বিচারের বাহিরে গিয়ে কারো ফাসির জন্য আন্দোলন হয় তাহলে আমি বলব আমাদের আন্দোলন ভুল পথে চলছে।
কারন বিচারের বাহিরে গিয়ে কারো ফাসি চাওয়া ন্যায্য দাবি হতে পারে না