নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বারবার ১/১১!

হুমায়ুন কবীর হুমা

হুমায়ুন কবীর হুমা › বিস্তারিত পোস্টঃ

শাহবাগ হে প্রতিবাদ!

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:১০



শাহবাগ হে প্রতিবাদ!



সঙ্গীত-নৃত্য-নাটক,হাসি-খেলা প্রাত্যহিকতা বিসন্ন লাগে

যত সংবাদ রাজনৈতিক সব চরিত্র নিরেট প্রহসন,

শত প্রেষণে জড়ানো সামাজীক জীবন আজ মহা তিক্তকর,

রক্তে আজ দুর্বিনীত প্রতিবাদ; শাহবাগ,প্রচ্ছন্ন সময়ের ডাক।

প্রথা, প্রাচীন ঘুণে ধরা নিয়ম, জবুথুবু সংসদ-

ক্ষয়ে যাওয়া রং করা আদালত, নীতি হীন শিক্ষালয়-প্রশাসন-

দপ্তর-হাসপাতাল, মৃত্যু-কুপ কারখানা সব প্রানহীন ইট-পাথর,

বাংলাদেশ আজ দুঃশাসনের অনাকাঙ্ক্ষিত সূতিকাগার!

হে পরিচালক, লজ্জাহীন ক্ষমতা লোভী,

হে অবৈধ বিত্তশালী তোমাদের অন্যায় বলয়

তোমাদের আচার তোমাদের মানসিকতা-

আজ ডুবাতে যাবো খরস্রোতা পদ্মায় ।

আজ রক্তে-মননে দেয়াল ভাঙ্গার গান,আজ ইচ্ছাগুলো হাতের মুঠোয়;

চাওয়াতে ভাবনাতে প্রতি পায়ে আজ আরো বেশী কিছু পাওয়ার আহ্বান,

ভয়হীন মন পরশ পেয়েছে প্রতিবাদের,পেয়েছে তার হিরণ্ময়ী আভাস।

আমাদের সুন্দর মনের চাওয়া আছে অনেক পাওয়ার আছে ঢের;

সব কিছু কুক্ষিগত করেছে লোভী সব বংশ-পরম্পরায় কতকাল!

ওরা কারা? রাজা !

খালেদা? হাসিনা? তারেক? জয়? ওদের দোসর স্বৈরাচার-রাজাকার?

ওরা মালিক? আমার ভাবনা,আমার দেশ,আমার অধিকার সবকিছুর অধিকর্তা?

আমার ভাষা স্বাধীনতা আমার চেতনার দাবী উল্টে দেবার মালিক?

আর কতকাল?

হে শাহবাগ তোমাকে দেখার পর ঐ সব সাজানো মুখ অমানুষ লাগে;

ঘুণে ধরা মন্ত্র-প্রথা রীতি-নীতি, কত ভিক্ষুক ক্ষমতা লোভীর মুখ-

প্রতারক লাগে,ভন্ড মনে হয়,ভোগী মনে হয়, অসহ্য লাগে বিচ্ছিরি লাগে!

ছুঁড়ে ফেলতে ইচ্ছে করে ময়লা-আবর্জনায়,আস্তাকুড়ে।

শাহবাগ, রক্ত পেয়েছে আজ প্রতিবাদের স্বাদ,

শাহবাগ মরে যাওয়া প্রানে এনেছে জাগরণের কাল,

এ নগর রাজপথ,সোডিয়াম বাতি, বস্তির পাশের এই বহুতল অট্রালিকা

শাহবাগ তোমাকে ছাড়া এই সব অর্থহীন অথর্ব অবাস্তব !

শাহবাগ তোমাকে ছাড়া নিজেকে আর মানুষ মনে হয়না-

দাস মনে হয় পরাজীত মনে হয়, যন্ত্র মনে হয়,

শাহবাগ তোমাকে ছাড়া নিজেকে নষ্ট মনে হয়।

হে শাহবাগ প্রতিবাদ ছাড়া সব শূন্য,অধরা সব ন্যায্য প্রাপ্তি

প্রতিবাদে শক্তি,প্রতিবাদে আনন্দ,প্রতিবাদে মহান মৃত্যু!

হে শাহবাগ, টেকনাফ থেকে তেতুলিয়া জুড়ে জেগে উঠা বিবেক;

নিষ্পেষণে তরুন ফুলগুলো মরে যায় প্রতিদিন!

অনিয়মে ভেঙ্গে গেছে মাটির ময়না, দখল হয়ে যাচ্ছে বায়ান্ন,একাত্তর,নব্বই।

শহীদ মিনার, স্মৃতি-সৌধ অমর চেতনা কে ওরা করছে অভ্যাসের ইট-পাথর!

পথে-পথে দরিদ্রের মিছিল,ওরা বর্ণ-বাদী নারীকে করেছে পুতুল-পণ্য

ওরা নষ্ঠ হয়ে গেছে, ওরা কোট-টাই পরা পঁচে যাওয়া লাশ !

ওরা মুখোশ পরা, নীতি বিকিয়ে দেওয়া বিপণন ব্যবসায়ী-

পুরোনো অন্ধকার ইতিহাস থেকে যাত্রা শুরু করে;

জীর্ণ ত্রাস সৃষ্টিকারী ভবন গুলোকে ওরা বাচিয়ে রাখে,

সওয়ার হয়ে আমাদের ঘাড়ে বসে আছে ৩০০-টি ধূর্ত শয়তান!

টেকনাফ থেকে তেতুলিয়া জুড়ে বিস্তৃত শাহবাগ; হে প্রতিবাদ,

তোমাকে ছাড়া সময় আজ অন্ধ স্তব্ধ নির্বাক।

প্রতিবাদ ছাড়া পরিবর্তন নাই-সত্য নাই -বেঁচে থাকা নাই,

টেকনাফ থেকে তেতুলিয়া জুড়ে শাহবাগ আমার-

প্রতিবাদ ছাড়া জীবন বিবেকহীন-কাঠের পুতুল,আধুনিক দাস।

প্রিয়তমা, প্রিয়তম আমার; সব কলা সব দাবী সব চেতনা পূর্ণ করে-

টেকনাফ থেকে তেতুলিয়া জুড়ে জ্বলে আছে আজ শাহবাগ!

প্রতিবাদ ছাড়া, জেগে উঠা ছাড়া আর সবকিছু বিচ্ছিরি বিসন্ন আজ।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.