![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি!
একটা কবিতা খুঁজি তন্ন তন্ন করে আঘূর্ণিত
রবীন্দ্রনাথ -জীবনানন্দ-শেলীর কাছে এলিয়টের বইয়ে;
অথবা বেন্জামিন ফ্রান্ক-এরিস্টটল-প্লাটো-শেক্সপিয়রের দর্শন তত্ত্বের
অনুল্লেখ্য কিছু লাইন, অপ্রকাশিত কোন ভাব;
যা দিয়ে আমি প্রকাশ করতে পারবো-
আমার ভালোবাসার কথা তাঁর কাছে।
ভ্যানগগ,লিওনার্দো, হোসেনের চিত্রে স্হির রাখি চোখ;
একটি চিত্রিত ভাষা খুঁজি, যা দিয়ে বুঝানো যাবে তাকে নিয়ে সমগ্র অংকন।
হেনরি ফুসেলির দুঃস্বপ্ন শেষে ফিরে আসি পাবলো পিকাসোর প্রেমিক-যুগলের কাছে-
হ্রদয়ের ভাবালুতায় স্বাপ্নিক যাত্রায় ডুবে যাই-জেগে উঠি-ডুবে যাই;
মূলত নিমজ্জিত থাকি,আবিষ্কার পুনঃ-আবিষ্কারে মেতে উঠি!
বুঝে উঠিনা, আবার বুঝে যাই সবটুকুন এনিপ্রিসর আঁকা সেই বৃদ্ধের চোখ নিয়ে।
ভারসেইল,রিচমন্ড,কেউকেনহফ,টিভলি,বুচন্টের বাগানগুলো ঘুরে
শেষ পর্যন্ত স্পিটাল ফিল্ডস থেকেই তোমার জন্য তুলে আনি
ফুল অনন্য এক; মেরী ওলস্টোন ক্র্রাফট!
স্বাধীনতা মানে প্রেম -
স্বাধীনতা মানে ভালোবাসা।
স্বাধীনতা মানে বন্ধন-
স্বাধীনতা মানে অধিকার!
স্বাধীনতা মানে সম্মান-
স্বাধীনতা মানে ফুল ।
তাই তোমার জন্য প্রেম ভালোবাসা বন্ধন অধিকার সম্মান;
তাই তোমার জন্য স্বাধীনতা,পৃথিবীর সব ফুল প্রিয়তমা!
মার্টিন লুথার কিং,মেক্সিমিলিয়ান,ট্রটোস্কি,লেলিন, মাওসেতুং,ফিদেল,চে-
পথের দু-ধারে দাঁড়িয়ে আছে হ্রদয়ের রক্তিম উষ্ণতা ছড়িয়ে-
সাম্যের মান নিয়ে, তুমি আসবে তাই।
তোমার জন্যই বায়ান্ন-একাত্তর-নব্বই, আর শাহবাগ সেতো তোমারই সন্তান!
তোমার জন্যই সব বিপ্লব প্রেমিকা আমার, তোমার সহজ অধিকারের জন্যই বুকের রক্ত!
গল্প খুঁজি; বাস্তব রূপকথা নাটক সিনেমা মঞ্চায়িত কথোপকথন;
যা দিয়ে ইঙ্গিতে বলা যাবে ভালোবাসি তোমায় প্রিয়তমা!
ভালোবাসার দিনে রোমিও-জুলিয়েট মঞ্চায়িত হচ্ছে-
প্রস্তর-শোভিত মিনাক-এ আটলান্টিকের খোলা হাওয়ায়,
মস্কোর বলশাই-এ মেক্সিম গোর্কী,আর আমরা দুজন পদ্মার চরে;
হাতে হাত রেখে নাচছি পলি মাটিতে ঘুরে ঘুরে,আকাশ তাকিয়ে আছে দর্শক।
ভেনিস,পেরিস,ফ্লোরেন্স,রোম,লিসবন,জয়পুর,বার্সেলোনার-
পথে পথে জড়িয়ে থাকা যত মন; সব তুমি আর আমি,
হিমালয়ের সব গুহা থেকে সন্তর্পণে নাগা সন্ন্যাসীর সব মগ্নতা চুরি করে এনে-
এখন বসেছি আমি তোমার ধ্যানে;
তোমার কুম্ভ মেলা জুড়ে এখন লক্ষ-যোগী এক আমি !
উপলক্ষ খুঁজি শীতে কাছাকাছি থাকার-
রৌদ্র-তাপে ছায়ার আবর্তনে তোমার দক্ষিণা হাওয়ার,
একটা উৎসব খুঁজি,প্রেট্রিক-ডে,অকটোবর ফেস্ট,ফেঞ্জ ফেস্টিভ-
রিওডি-জেনেরিওর পথে-পথে রঙ্গিন বৈচিত্র অথবা ভেলেন্টাইন,
অথবা অমর একুশ,বিজয় দিবস,স্বাধীনতার মাস
অথবা শিমুল হ্রদয়ের রঞ্জিত কোমলতা ফাল্গুন!
অপেক্ষায় থাকি শ্রাবন-ভাদ্র, ঘন-ঘোরে মেঘলা বাদল;
বছর যায় ভিজে ভিজে, আহা এমনও দিনে যদি তার পড়ে মনে!
জল দেখি; জলে তার ছায়াছবি হ্রদয় বিম্বিত আমার!
ইছামতি যমুনা সুরমা কর্ণফুলী, আরো-আরো হাওড় বিল-ঝিল
তারপর জানালার কাছে শান্ত পুকুর, ছুঁয়ে দেই- জল নেচে উঠে!
কথা বলি দেয়াল লিখনের সাথে, প্রাণী আর জড়দের কাছে;
ময়না টিয়া টুনটুনি, রজনীগন্ধা হাসনাহেনা বকুল আর চাঁপা কে
যেমনি বলে দিই ভালোবাসি, তেমনি তাকে খুঁজি বলে দিতে;
ভালোবাসি-ভালোবাসি-ভালোবাসি, প্রিয়তমা তোমাকে।
-huma
©somewhere in net ltd.