নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বারবার ১/১১!

হুমায়ুন কবীর হুমা

হুমায়ুন কবীর হুমা › বিস্তারিত পোস্টঃ

বেগম খালেদা জিয়ার বিচার দাবী করি।

১৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৬

বাংলাদেশের সংবিধানে ধর্ম যার যার রাষ্ট্র সবার, মানে ধর্ম নিরপেক্ষতার কথা বলা রয়েছে, যেখানে সব পথ ও মতের মানুষেরা অন্যকে আঘাত না করে তাদের নিজস্ব ধারনার চর্চা করার অধিকার রাখবে । হিন্দু খৃষ্টান নাসারা ইয়াহুদী নাস্তিক ইত্যাদি শব্দাদির ঘৃণাভরা ব্যবহার আমরা আমাদের চারিপাশে প্রতিনিয়ত লক্ষ্য করি। যদি ধরে নেওয়া হয় এই রকম আচরণ মুক্ত চিন্তার অংশ যেখানে ধর্মকেও কোন আলোচনার ঊর্ধ্বে রাখা হয় না বরং সেগুলোর দোষ-ত্রুটি তুলে ধরে মানুষের স্বাধীন মতামত প্রকাশের জায়গা করে দেওয়া হয়, তাহলে বিষয়টি নিঃসন্দেহে বড় মাপের। কিন্তু কেউ যদি তার নিজস্ব মত-পথ কে সব সময় যেকোন উপায়ে অন্যের তুলনায় শ্রেষ্ট হিসেবে চিহ্নিত করার পাশাপাশি অপরাপর মত-পথ কে হেয় এবং তুচ্ছ-তাচ্ছিল্য করে এবং এই প্রক্রিয়ার ঐ মত-পথের মানুষদের মানসিক জগৎকে করে তুলে বিপর্যস্ত তবে তা কতটুকু সদ্ভাব? এবং এই আচরন সংবিধান লঙ্ঘন কিনা?



আমরা ভারতীয় মুসলমানদের আচরন বিশ্লেষণ করলে দেখতে পাবো inferiority complex এর প্রকাশ, আমরা যদি বাংলাদেশের হিন্দু ও অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠির আচরন বিশ্লেষন করি সেখানেও একি বিষয় দেখতে পাবো।

ফেইসবুকে দেখলাম, "আই এম প্রাউড টু বি মুসলিম".. এই নামের এক পেইজ থেকে নিন্মের দেশগুলোর জন্য দোয়া আহ্ববান করা হয়েছে;

পেলেস্টাইন,সিরিয়া,বার্মা,গাজা,সোমালিয়া,মিসর,লিবিয়া,ইরাক,কাশ্মীর,চেচেন,আফগানিস্হান,পাকিস্হান,আলজেরিয়া,ইয়েমেন,সুদান,লেবানন এবং বাংলাদেশ(!)।



আমরা এইদেশগুলোর অস্তিরতার কথা জানি, কেবল মাত্র মত ওপথের ভিন্নতা ও অপরাপর মত ও পথের আগ্রাসনের কারনেই এদের শান্তি বহু দিন ধরে বিপন্ন। তাহলে এটি পরিস্কার পৃথিবীর মানুষদের অত্যাচারিত হওয়ার পেছনে সব জায়গাতেই মত-পথের পার্থক্য ও তা নিয়ে অসহিঞ্চুতা এবং অন্যকে হেয় ও বিলুপ্ত করার প্রবনতাই একটি বড় কারন।



প্রশ্ন দেখা দিয়েছে,আমরা বাংলাদেশীরাও কি এই ভয়ংকর পথটির অনুসরন লালন পালন ও চর্চা করবো কি না ? এই চর্চার আহ্বানকারীদের সমর্থন জানাবো কি না? আমাদের পরিচয় কি হয়ে উঠবে সাম্প্রদায়িক নাকি আমরা হয়ে উঠবো বাংলাদেশী, লালন মনের সুন্দর মানুষ।

বেগম খালেদা জিয়া সম্প্রতি শাহবাগ নিয়ে যে সাম্প্রদায়িক বয়ান দিলেন এতে করে কি তিনি সরাসরি সংবিধানকে বুড়ো আঙ্গুল দেখালেন না?



সাম্প্রদায়িকতা ছড়ানো এবং এর ভেতর দিয়ে মানুষের মানসিক ও সামাজিক শান্তি বিপন্ন করার দায়ে মহামান্য উচ্চ আদালতের কাছে একজন সাধারন নাগরিক হিসেবে বেগম খালেদা জিয়ার বিচার দাবী করি।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫১

এম আর সুমন বলেছেন: আপনার চোখে কি শেখ হাসিনা অসাম্প্রদায়ীক?
জামাত তো আওয়ামী লীগেরও দীর্ঘ সময়ের মিত্র। আওয়ামী লীগ তো শুধু জামাত না মুক্তিযুদ্ধের আরেক বড় রাজাকার দল খেলাফত মজলিশের সাথেও সাম্প্রদায়িক চুক্তি করেছিল। তারা নির্বাচনের প্রচার শুরু করে শাহজালালের মাজার থেকে। নির্বাচনের ঘোষনা দেয় সৌদি গিয়া। এরা জিয়ার নাম সরানোর জন্য হযরত শাহজালালের নাম ব্যবহার করে। এই দলই আবার গো. আজমের কাছে তাদের প্রেসিডেন্ট প্রার্থীকে দোয়া চাইতে পাঠিয়েছিলেন। এই দলের নেত্রীই যখন প্রয়োজন হয় তখন তজবিহ আর হিজাব পড়ে জনসম্মুখে উপস্থিত হন। আর যখন প্রয়োজন হয় না খুলে ফেলেন। আবার ধর্ম নিরপেক্ষতা ও রাষ্ট্রধর্ম ইসলামরে ডাবল ষ্টান্ডার্ড খেলেন। ভাই এত কিছুর পরেও আপনারা এই দলের মধ্যে সাম্প্রদায়িকতা দেখেন না কেন?
কেউ কেউ আছে যাদের খালেদার নাম শুনলেই চুলকানী শুরু হয়ে যায়। আমি দুখিত এ ধরনের ভাষা ব্যবহারের জন্য। কিন্তু আমি যা বোঝাতে চেয়েছি তাতে বাংলায় এর থেকে আর ভাল কোনো শব্দ পেলাম না।

২| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৩

মানব১১ বলেছেন: Blind Bakshali supporter. Killer & Kidnaper Godmother Hasina'r bichar age chan.

৩| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৫

কৌতুহল বলেছেন: আপনারা সারাজীবন হাসিনা আর খালেদাতে আটকে থাকেন। আর শুধু একে অন্যের সমালোচনা করেন। সময় এসেছে ফেসবুরক, বল্গ থেকে রাজপথে নেমে আসার আর তৃতীয় শক্তিশালী শক্তি গঠনের।

৪| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৮

জেবিন বোস্টন বলেছেন: খালেদা এখন জামাতের মত একটি আন্তর্জাতিক জঙ্গী সংগঠনের ভারপ্রাপ্ত আমীর।

৫| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১:৫২

তানজিদ_রূপক বলেছেন: প্রকৃত বাংলাদেশী হতে হলে আগে সংখ্যা লঘু তত্ত্ব বাতিল করেন, আদিবাসী সহ এটা ওটার কোটা বন্ধের দাবি করেন।শিক্ষা, চিকিৎসা, আইন আদালত পাড়া,কাচা বাজার পাকা বাজার রাজনীতি মুক্ত করেন এই সব করতে পারলে প্রকৃত বাংলাদেশী হওয়া সম্ভব।যতদিন সংখ্যা লঘু তত্ত্ব থাকবে ধর্ম নিরপক্ষটা আসবেনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.