![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের বাড়ির যে পৌঢ়া মহিলাটি গতকাল মৃত্যু প্লাজাতে গিয়ে বিকেলে দুমড়ানো লাশ হয়ে ফিরলেন তার একটি নাতনী আছে লামিয়া (২.৫) আমার কন্যার (৩.৫ )সখী । যখন গতকাল দুপুরে ঐ পৌঢ়াকে খুজেঁ পাওয়া যাচ্ছিলোনা তখন আমার তিন বছরের কন্যাটি তার মা কে বলছিলো," লামিয়াতো ওর দাদীকে 'বু' বলে এখন ওর দাদীকে না পাওয়া গেলে লামিয়া কাকে 'বু' বলে ডাকবে?"
মৃত্যুর প্রতিক্রিয়া মানুষের মননকে কত ভাবে আহত ও তার স্হায়ী ক্ষতি করে সে কথা আমরা জানি । কতকাল ধরেই আমাদের এই দেশ মানুষের জন্য মৃত্যুফাঁদ হয়ে বসে আছে । জীবনকে সচল করতে পদ্মা সেতুর জন্য আমাদের টাকা থাকে কিন্তু যন্ত্রাংশ কিনে জীবন বাঁচাতে আমাদের টাকা থাকেনা ! হৈ হুল্লোড় করে সংসদে কত আইন পাস হয়, কিন্তু জীবন বাঁচাতে আইনকে পাশ কাটানো হয়!
সাভার সত্যিই এখন এক মৃত্যুপুরী এখানকার মানুষের স্বভাবসুলভ মানসিক ভারহীনতার প্রবণতা আজ উধাও । প্রিয় মানুষদের জীবিত পাওয়ার তীব্র অস্হিরতায় নিদ্রাহীন কেটেছে অসংখ্য মানুষের রাত , কিছুক্ষণ পরপরই কান্নার আওয়াজ ভেসে আসছে আশপাশ থেকে, সামনের রাস্তায় মানুষ চলছেই কেউ যাচ্ছে মৃত্যু প্লাজায় ধীর-বিলম্বিত উদ্ধার তৎপরতা দেখতে । কেউ স্বজনের খোঁজ নিতে এনাম হাসপাতালে, কেউ অধর চন্দ্রের সবুজ মাঠে অনাকাঙ্ক্ষিত লাশের সন্ধানে । দেশের সর্ব প্রান্ত থেকে আগত যে যুব শক্তি আজ মৃত্যুর মিছিলে সামিল হয়েছে অথবা জীবন মিছিলের জন্য ঐ কুৎসিত ভবনের কোঠর থেকে আর্তচিৎকার করছে তাদের বাঁচাতে সকল শ্রেণীর সাথে স্থানীয় যুব শক্তি প্রাণপণ চেষ্টা চালাচ্ছে ।
বাংলাদেশের সকল যুব সমাজ এই ধারাবাহিক হত্যাযজ্ঞ দেখে উদ্বেলিত, শাহবাগে হাজারো তরুণ আর্তের সেবায় রক্ত দিচ্ছে, যে যেভাবে পারে সাহায্য করছে। সমস্ত বিবেক বাংলাদেশের জন্য কাঁদছে তারা মনের ক্ষোভকে পরিণত করবে শক্তিতে । এই বাংলাদেশ এভাবে চলতে পারে না, এই বাংলাদেশ এভাবে তার নাড়িছেঁড়া ধনকে হত্যা করতে পারে না! সাভারের এই হত্যাযজ্ঞের বিচার হতেই হবে, লামিয়ারা আর কত কাল তাদের 'বু' দের ছাড়া বেড়ে উঠবে হ্রদয়ে ভয়ংকর ক্ষত নিয়ে? কিছু হবে না, কিছু করা যাবেনা, এমন চলতেই থাকবে এসব পরাজিত কথা বলে আমরা আর কতকাল হত্যাকে নীরব সমর্থন জানাবো? আমাদের জেগে উঠতেই হবে আমাদের দুঃসময় থেকে, এই হত্যাযজ্ঞের সুষ্ঠ বিচার করতেই হবে থামাতেই হবে বুর্জুয়াদের ভয়াল আগ্রাসন, মানুষদের বাঁচাতেই হবে হে তরুণ ।
২| ০৩ রা মে, ২০১৩ রাত ১১:২৯
হুমায়ুন কবীর হুমা বলেছেন: ধন্যবাদ হারকিউলিস!
©somewhere in net ltd.
১|
২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৮
হারকিউলিস বলেছেন: অসাধারণ পোষ্ট।
চালিয়ে যান ভাই। নো টেনশন।