![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২০০০ সালে বাংলাদেশে ব্যক্তির মাথা পিছু বাৎসরিক আয় ছিল ৩৪০ ডলার, বর্তমানে তা প্রায় ৮৪৮ ডলার । এবং উন্নয়নের ধারা অব্যাহত থাকলে ২০২১ সালে বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশে পরিণত হবে, যখন মাথা পিছু বাৎসরিক আয় দাড়াবে প্রায় ১৩০০ ডলার । বৃহৎ অর্থনীতির দেশ হিসেবে বাংলাদেশ পৃথিবীতে ৪৪ তম ।
সূচক বাদ দিয়ে সাধারন ভাবেও বলা যেতে পারে শত প্রতিকূলতার ভেতর দিয়ে হাটিহাটি পা পা করে বাংলাদেশ এগিয়ে চলেছে । স্বল্প প্রাকৃতিক সম্পদের বৃহৎ জনসংখ্যা অধ্যুষিত এই ছোট দেশটির অগ্রগতি পৃথিবীর কাছে প্রশংসিত । ১৯৭১ সালের পর থেকে যে সাংবিধানিক কাঠামোতে বাংলাদেশ পরিচালিত হচ্ছে তার একটি সুফল এদেশের মানুষ ভোগ করতে শুরু করেছে । ৭১ এর পর থেকে নানা সরকার বাংলাদেশে এসেছে তারা বিভিন্ন সময়ে সংবিধানের হাত-পা কাটলেও এখন পর্যন্ত এর প্রানটি বাঁচিয়ে রেখেছে। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তারা মানব উন্নয়নের সূচকগুলোকে উন্নত করার চেষ্টা করেছে । কিন্তু ২০১৩ তে এসে এই বাংলাদেশ এক হাস্যকর এবং ভয়ংকর শক্তির মুখোমুখি যারা তার প্রাণটি গলা টিপে মেরে ফেলতে চায়! মধ্যপ্রাচ্য ও ঐ একি ধারার আরো বেশ কটি রাষ্ট্রের ভরাডুবির প্রত্যক্ষ প্রমান থাকা সত্ত্বেও তারা গো ধরেছে রক্তের দামে কেনা ৪২ বছরের বাংলাদেশকেও ঐ একি ধারায় ডুবতে হবে!
হেফাজতে ইসলামের দাবিগুলোর কয়েকটি বাংলাদেশের সংবিধানে সন্নিবেশিত রয়েছে, তাছাড়া বাকি আর যা আছে সেগুলো এ রাষ্ট্রের মূল চরিত্রের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। সে সমস্ত দাবিগুলো রাষ্ট্রদ্রোহিতার সামিল, রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার মত। তাই হেফাজতে ইসলাম কে নিষিদ্ধ সহ এর নেতৃবৃন্দকে গ্রেফতারের দাবি জানাই ।
©somewhere in net ltd.
১|
০৩ রা মে, ২০১৩ রাত ১১:৫৩
পরিবেশ বন্ধু বলেছেন: এরা জঙ্গি না ভালা ,মানুষ তদন্ত প্রয়োজন ।
জঙ্গি হলে গ্রেফতার