![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেশায় তড়িৎ প্রকৌশলী। অধিকাংশ সময় থাকি প্রযুক্তি নিয়ে। বাকি সময় কাটে সাহিত্য এবং চলচ্চিত্র নিয়ে। সমৃদ্ধ বাংলাদেশ ও শান্তিময় পৃথিবীর স্বপ্ন দেখি। আমার ফেসবুক লিঙ্কঃ https://www.facebook.com/humayun.shovon
বাংলাদেশ আর পাকিস্তান এর খেলার মধ্যে একটা মিল আছে । দুইটাই আনপ্রেডিকটেবল দল।এরা ক্রিকেট খেলে ইমোশন আর ন্যাচারাল ট্যালেন্ট এর উপর ডিপেনড করে। আমার মনে হয়না এরা খেলার সময় ট্যকটিকস বা প্রতিপক্ষের সামর্থ্যের টেকনিক্যাল এনালাইসিস খুব একটা এপ্লাই করে। টেকনোলোজি ব্যাটসম্যান বা বোলার এর শক্তি ও দুর্বলতা বের করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে। আজকের খেলার কথাই চিন্তা করুনঃ শর্ট লেংথের ইনকামিং ডেলিভারি তে শাহিদ আফ্রিদির দুর্বলতা অনুযায়ী ইন্ডিয়ান বোলাররা বল করে গেল। আর আফ্রিদি রান এর জন্য হাসফাস করতে করতে আউট হয়ে গেল। অস্ট্রেলিয়া , ইন্ডিয়া বা সাউথ আফ্রিকার মত দলগুলোর ভাল করার পিছনে ক্রিকেট এনালাইসিস এ টেকনোলোজির ব্যবহার বড় একটা কারন। বর্তমান যুগে শুধু প্রকৃতি প্রদত্ত প্রতিভা আর আবেগ দিয়ে ক্রিকেট খেললে মাঝে মাঝে দুই একটা বড় জয় আসতে পারে কিন্তু ধারাবাহিকভাবে ভাল করা কঠিন।
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:১৩
শাহরীয়ার সুজন বলেছেন: হুম
©somewhere in net ltd.
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪০
আরণ্যক রাখাল বলেছেন: হুম| প্রযুক্তি দখল করে নিচ্ছে সব| তবে ট্যালেন্ট ছাড়া প্রযুক্তি অচল