নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় তড়িৎ প্রকৌশলী। অধিকাংশ সময় থাকি প্রযুক্তি নিয়ে। বাকি সময় কাটে সাহিত্য এবং চলচ্চিত্র নিয়ে। সমৃদ্ধ বাংলাদেশ ও শান্তিময় পৃথিবীর স্বপ্ন দেখি। আমার ফেসবুক লিঙ্কঃ https://www.facebook.com/humayun.shovon

সেই প্রকৃত শিক্ষিত যে শিক্ষা অর্জন করে এবং সেই শিক্ষা প্রাত্যহিক জীবনে প্রয়োগ করে।

হুমায়ুন রাশেদ শোভন

পেশায় তড়িৎ প্রকৌশলী। অধিকাংশ সময় থাকি প্রযুক্তি নিয়ে। বাকি সময় কাটে সাহিত্য এবং চলচ্চিত্র নিয়ে। সমৃদ্ধ বাংলাদেশ ও শান্তিময় পৃথিবীর স্বপ্ন দেখি। আমার ফেসবুক লিঙ্কঃ https://www.facebook.com/humayun.shovon

হুমায়ুন রাশেদ শোভন › বিস্তারিত পোস্টঃ

ক্রিকেট এর সম্প্রচার সত্ত্ব

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৫৪

স্টার স্পোর্টস এর বাংলাদেশ–আফগানিস্তান ম্যাচ Preview Analysis এ আফগানিস্তান কে ফেবারিট বলতেসে। নাকি তাদের মধ্যে এনটি-বাংলাদেশ সেনটিমেট কাজ করতেসে? কমেনটেটর হিসেবে আতাহার আলি খানকে লিস্টেড করে নাই । এইবার ব্যাট বল ছাড়া টাইগারদের পক্ষে বলার কেউ নাই। স্টার স্পোর্টস এর এই এনটি-বাংলাদেশ সেনটিমেট শুরু হয় বাংলাদেশের ক্রিকেট সম্প্রচার সত্ত্ব নিও স্পোর্টস কে দেবার পর থেকে। সাউথ এশিয়া তে ক্রিকেট সম্প্রচার সত্ত্ব নিয়ে স্টার স্পোর্টস , নিও স্পোর্টস , জি স্পোর্টস এবং টেন স্পোর্টস এর মধ্যে অসুস্থ রাজনীতি হয়। যে চ্যানেল টিভি সত্ত্ব পায় সেই চ্যানেল চুক্তিভুক্ত দেশ বা দেশগুলোকে হাইলাইট করে । এমনকি চুক্তিভুক্ত দেশের খেলোয়াড়দের মধ্যে কাউকে কাউকে স্টার সমপর্যায়ে নিয়ে যাওয়ার জন্য মিডিয়া ব্যাকআপ প্রদান করে। বারবার তাদের বিশেষ ইনিংস , ইন্টারভিউ প্রচার করা হয়। আপনি যদি দুবাইভিত্তিক চ্যানেল টেন স্পোর্টস রেগুলার দেখে থাকেন তাহলে খেয়াল করবেন পাকিস্তান বা শ্রীলঙ্কার ডমিন্যান্ট । স্টার স্পোর্টস এর ক্ষেত্রে ইন্ডিয়া। টেন স্পোর্টস কিনেছে পাকিস্তান আর শ্রীলঙ্কার সম্প্রচার সত্ত্ব আর স্টার স্পোর্টস ইন্ডিয়ার। আই পি এল এর সম্প্রচার সত্ত্ব নিয়ে স্টার স্পোর্টস আর জি স্পোর্টস এর মধ্যে পলিটিক্স এর কারনে সৃষ্টি হয়েছিল নিষিদ্ধ আই সি এল । আই সি এল এ অংশ নেয়ার কারনে বাংলাদেশের বেশ কয়েকজন প্রতিভাবান ক্রিকেটার এর ক্যারিয়ার অকালে শেষ হয়ে যায় ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:৪৭

চাঁদগাজী বলেছেন:


ক্রিকেট খেলায়, খেলার চেয়ে বকবক বেশী।

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৩১

ঢাকাবাসী বলেছেন: কিছুই বুঝি নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.