নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় তড়িৎ প্রকৌশলী। অধিকাংশ সময় থাকি প্রযুক্তি নিয়ে। বাকি সময় কাটে সাহিত্য এবং চলচ্চিত্র নিয়ে। সমৃদ্ধ বাংলাদেশ ও শান্তিময় পৃথিবীর স্বপ্ন দেখি। আমার ফেসবুক লিঙ্কঃ https://www.facebook.com/humayun.shovon

সেই প্রকৃত শিক্ষিত যে শিক্ষা অর্জন করে এবং সেই শিক্ষা প্রাত্যহিক জীবনে প্রয়োগ করে।

হুমায়ুন রাশেদ শোভন

পেশায় তড়িৎ প্রকৌশলী। অধিকাংশ সময় থাকি প্রযুক্তি নিয়ে। বাকি সময় কাটে সাহিত্য এবং চলচ্চিত্র নিয়ে। সমৃদ্ধ বাংলাদেশ ও শান্তিময় পৃথিবীর স্বপ্ন দেখি। আমার ফেসবুক লিঙ্কঃ https://www.facebook.com/humayun.shovon

হুমায়ুন রাশেদ শোভন › বিস্তারিত পোস্টঃ

উদ্যোক্তা

১৪ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৩৪

আমাদের ব্যবসা চিন্তা মানে বসুন্ধরায় দোকান দেয়া আর চীন থেকে সস্তা মাল এনে বিক্রি করা।
পুরা দেশটাই একটা দোকানদারের জাতে পরিনত হয়েছে! কিছু দিন আগে হয়ে যাওয়া ব্যবসা পরিসংখ্যানও তাই বলে। উৎপাদন কি জিনিস সেটা তারা জানেই না।
চীন থেকে মাল এনে বিক্রি করব, কোনটা আনলে সহজে কোটিপতি হওয়া যাবে।
অথবা আমাদের পছন্দ গ্রামীন ফোনে চাকরী - বড় পোষ্ট। শরীর থেকে ভুর ভুর করে সুগন্ধ বের হয়। বিয়ের বাজারে হেভী ডিমাণ্ড। কে আর চায় রিস্ক নিয়ে ব্যাবসায়ী হতে!
কোন উদ্ভাবনা চিন্তা না থাকুক,নিদেনপক্ষে উৎপাদনমুখী চিন্তা নিয়ে আগানো উচিত। সস্তা পন্য এনে চড়া দামে বিক্রি করে কোটিপতি হবার চিন্তা স্বজাতির সাথে প্রবঞ্চনা করার সমতুল্য। বাংলাদেশের কনজুমার ইলেক্ট্রনিক্স সেক্টরটার দিকে তাকালে এই কথাই বারংবার মনে হয়। আর এইসব জাঙ্ক পণ্যের ভাগাড়ে পরিণত হচ্ছে দেশটা দিনকে দিন।
আমরা মুক্তিযুদ্ধ, চেতনা আর মুরগীতে দেশীয় ঐতিহ্যের অহংকারী দাবীদার। আর বাকি সবজায়গাতে ঠুটো জগন্নাথ !

দোকান সংস্কৃতি থেকে দ্রুতই মুক্তি নেই। সরকারি বেসরকারি পর্যায়ের একত্রিভূত স্বদিচ্ছা সাপেক্ষে একটা ইকোসিস্টেম ডেভলপ করার আগে উৎপাদন নির্ভর অর্থনীতির সুফল আশা করাটা নিছকই দিবাস্বপ্ন।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৪৩

ফয়েজ মজুমদার বলেছেন: "দোকানদারের জাতেপরিনত হয়েছে! " একশ ভাগ সঠিক ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.