নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় তড়িৎ প্রকৌশলী। অধিকাংশ সময় থাকি প্রযুক্তি নিয়ে। বাকি সময় কাটে সাহিত্য এবং চলচ্চিত্র নিয়ে। সমৃদ্ধ বাংলাদেশ ও শান্তিময় পৃথিবীর স্বপ্ন দেখি। আমার ফেসবুক লিঙ্কঃ https://www.facebook.com/humayun.shovon

সেই প্রকৃত শিক্ষিত যে শিক্ষা অর্জন করে এবং সেই শিক্ষা প্রাত্যহিক জীবনে প্রয়োগ করে।

হুমায়ুন রাশেদ শোভন

পেশায় তড়িৎ প্রকৌশলী। অধিকাংশ সময় থাকি প্রযুক্তি নিয়ে। বাকি সময় কাটে সাহিত্য এবং চলচ্চিত্র নিয়ে। সমৃদ্ধ বাংলাদেশ ও শান্তিময় পৃথিবীর স্বপ্ন দেখি। আমার ফেসবুক লিঙ্কঃ https://www.facebook.com/humayun.shovon

হুমায়ুন রাশেদ শোভন › বিস্তারিত পোস্টঃ

নস্টালজিক

১৬ ই জুলাই, ২০১৫ ভোর ৬:২৭

সেই চিরচেনা শান বাধানো পুকুর। আহা! কত ঘণ্টার পর ঘণ্টা খেলেছি বলাই বলাই নামক ডুব সাতার। প্রশস্ত পাড়ে কত সোনালি বিকেল সন্ধ্যা হত এরি দুরী ডাংগুলি আর মার্বেল খেলে। পাশের মাঠটাতে স্কুল ছুটি হলে কত হাজার মাইল যে ছুটেছি সাধের ফুটবল নিয়ে তার ইয়ত্তা নেই।পাখির বাসা খোঁজার নেশায় ভুলে যেতাম প্রাইভেট টিউটর এর কাছে পড়া। কিংবা নতুন কেনা ক্রিকেট ব্যাট দিয়ে যখন সজোরে বলে আঘাত করতাম তখন মনে হত এটাই বুঝি জীবন।

ঝুম ঝুম অবিরাম বৃষ্টি । জানালা দিয়ে যতদূর চোখ যায়... দিগন্তে মিলিয়ে যাওয়া চোখ জুড়ানো সবুজ । ঐ পাড়ের পুরনো বটগাছটি যেন আমার দিকে তাকিয়ে বলছে..শোভন তোমার দুরন্ত শৈশব কাটিয়েছো আমার ছায়ায় আর ধুলোমাটি মেখে!

সবকিছুই তো আগের মতো আছে কিন্তু শৈশবের সেই সুখের অনুভূতিগুলো ফিরে আসছে না কেন?
তবে কি সময়ের সাথে সাথে আমার ব্রেইন কর্টেক্সের এর ওল্ড নিউরাল সেল গুলোও হারিয়ে গেছে?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০১৫ সকাল ৭:৫০

চাঁদগাজী বলেছেন:

হ্যাঁ , নিউরণগুলো বুড়ো হচ্ছে!

১৬ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৫০

হুমায়ুন রাশেদ শোভন বলেছেন: তাই তো মনে হচ্ছে , চাদ্গাজী ভাই। ঈদ দেশের বাড়িতে আসার পর এটা আরও বেশী মনে হচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.