নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় তড়িৎ প্রকৌশলী। অধিকাংশ সময় থাকি প্রযুক্তি নিয়ে। বাকি সময় কাটে সাহিত্য এবং চলচ্চিত্র নিয়ে। সমৃদ্ধ বাংলাদেশ ও শান্তিময় পৃথিবীর স্বপ্ন দেখি। আমার ফেসবুক লিঙ্কঃ https://www.facebook.com/humayun.shovon

সেই প্রকৃত শিক্ষিত যে শিক্ষা অর্জন করে এবং সেই শিক্ষা প্রাত্যহিক জীবনে প্রয়োগ করে।

হুমায়ুন রাশেদ শোভন

পেশায় তড়িৎ প্রকৌশলী। অধিকাংশ সময় থাকি প্রযুক্তি নিয়ে। বাকি সময় কাটে সাহিত্য এবং চলচ্চিত্র নিয়ে। সমৃদ্ধ বাংলাদেশ ও শান্তিময় পৃথিবীর স্বপ্ন দেখি। আমার ফেসবুক লিঙ্কঃ https://www.facebook.com/humayun.shovon

হুমায়ুন রাশেদ শোভন › বিস্তারিত পোস্টঃ

দেশপ্রেমের বিস্তার সব ক্ষেত্রেই হওয়া প্রয়োজন

২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৪০


আশার কথা হল কেউ কেউ আছেন যারা ক্রিকেট আর দেশী মুরগিতে সিজনাল দেশপ্রেমিক নন। যদি শুধু খেলাধুলা দিয়ে একটি দেশের উন্নতি হতো তাহলে ব্রাজিল হতো বিশ্বের সবচেয়ে উন্নত রাষ্ট্র ।
''........আমার কাছে এটা হচ্ছে একটা নেশা। আমি এটা এনজয় করি। আমি সৃজনশীল, সৃষ্টিশীল কিছু করতে চাই যাতে টাকা রোজগারটা মুখ্য হবেনা, মুখ্য হবে আমার আত্বতৃপ্তি। আমি চাই আমার উদ্যোগ যেনো দেশের জন্য একটা ভ্যালু এড করে, এমন ভ্যালু যাতে দেশের ইকোনমিক ডেভেলপমেন্ট প্রকৃত টেকসই হয়। গালে পতাকা এঁকে খোলা মাঠে গিয়ে লাখে লাখে জড় হয়ে হৈ চৈ করে জাতীয় সঙ্গিত গাওয়ার মধ্যে আমি কোন দেশপ্রেম খুঁজে পাইনা। লেকচার বক্তৃতা ও গলা ফাটানো ভাষণেও আমি কোন দেশ প্রেম খুঁজে পাইনা। বরং বিভিন্ন দেশের নানা রকম অর্জন দেখে এবং আমাদের সেটা না থাকার জন্য যে বেদনা অনুভব করি সেটা দূরীভূত করার নিমিত্তে ডাইরেক্ট কাজ নিয়ে মাঠে নেমে গেছি। এটাই আমার কাছে দেশপ্রেম। তাইতো "মেইড ইন বাংলাদেশ" বুকে ধারণ করে সেই চেষ্টায় অবতীর্ন হয়েছি । ...'' - Nur Uddin , উদ্যোক্তা
আমি ক্রিকেট বিরোধী নই। নিশ্চয়ই জাতীয় ক্ষেত্রে বিনোদন এবং প্রেরনা দরকার আছে। যেটা ক্রিকেট আমাদের দিয়েছে বা দিচ্ছে। কিন্তু ক্রিকেট শেষ পর্যন্ত একটা খেলাই । ''আমরা শেষ পর্যন্ত এনটারটেইনার।'' - মাশরাফি। এটা দেশপ্রেমের মোড়কে এনটারটেইনমেনট । এই জন্যই এর বাজার দর এতো বেশি ।বিদেশী ক্রেতারা নিশ্চয়ই আমরা ক্রিকেট খেলি বলে অর্ডার দেয় না । তারা অর্ডার দেয় সস্তা মূল্য আর কোয়ালিটি দেখে। প্রবাসী শ্রমিক ভাইয়েরা আর পোশাক শিল্প না থাকলে ...কি হতো? ইন্ডিয়া কি করে ...? তারা ক্রিকেট নিয়েও বিজনেজ করে। আর নিজের মার্কেট ক্লোজ রেখে "মেইড ইন ইন্ডিয়া" মোটিভেট করে । আর আমরা হলাম 'শপিং সেন্টার' জাতি । ডলার দিয়ে ইম্পোর্ট করো , বিক্রি করো , কনজিউম করো আর ডিজিটাল হও । 'কোস্টারিকা' , 'ভিয়েতনাম', 'রোমানিয়া ' নামক দেশগুলা কয়জন চেনে। এরাও কিছু কিছু ক্ষেত্রে ওয়ার্ল্ড এর জায়ান্ট ম্যানুফ্যাকচারার।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:১৯

চাঁদগাজী বলেছেন:

ডাংগুলি নিয়ে অনেকে বেশ ক্যাসাল লাগায়

২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৩২

হুমায়ুন রাশেদ শোভন বলেছেন: উপলব্ধি করার জন্য ধন্যবাদ ।

২| ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:০৩

হুমায়ুন রাশেদ শোভন বলেছেন: দেশ অগ্রসর হবে কিভাবে? আমার এই ব্লগ টিই আধা ঘণ্টার মধ্যে একজন শিরোনাম পরিবর্তন করে কপি করে ব্লগে মেরে দিল। কৃতজ্ঞতা স্বীকার পর্যন্ত করেনি। হায়রে বাঙালি !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.