![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার 'মানিক সরকার' স্যারের একটা গল্প । যেটা মনে পড়লে আজও হাসি পায় । গল্পটা তাঁর মত করে উপস্থাপন করলাম--
একবার জাতীয় সংসদে ঘুরতে গেছিলাম । আমি ঘুরছি ফিরছি দেথছি । খুব বেশি লোকছিল না । কতগুলো মেয়েকে দেথলাম দল বেধে ওরাও এতক্ষণ ঘুরাঘুরি করছিল । একসময় ওরা সবাই সংসদ ভবনের এক জায়গায় জড়হল । হাতে ক্যামেরা ছিল । তারা নানন ভাবে একে অন্যের ছবি তুলল । এক সময় ওরা এদিক ওদিক তাকিয়ে কাকে যেন খুঁজছিল । আমি কাছেই বসে ছিলাম তো কয়েকটা মেয়ে আমার কাছে এসে বলল-'ভাইয়াপ্লিজ আমাদের কয়েকটা গ্রুপ ছবি তুলে দেন ।' প্রথমে বললাম-সরি । তারপর একটা মেয়ে বলল যে-'ছবি তুলে দিলে আপনার কি সমস্যা ।' কি আর করা হ্যা ও করা যায় না আবার না করলে আবার খারাপ ভাববে । তো রাজি হলাম । ওদের ক্যামেরাটা ছিল এনালগ মানে ছবি তুলে ফ্লীম ওয়াশ করতে হয় । ওরা নানান ভাবে পোঁজ দিয়ে দাঁড়িয়ে বসে ছবি তুলল । সবশেষে ছবি তুলে ক্যামেরাটা ওদের দিয়ে চলে আসলাম । এখন আসল মজা হচ্ছে । যদি ওরা ছবি গুলো ওয়াশ করে তাহলে হয় আমাকে খুব খুববকবে নয়তো অনেক বোকা ভাববে । কেন ???
.
.
.
.
.
.
.
.
কেননা, আমি যতগুলা ছবি তুলছি শুধু ওদের ঠ্যাং (পা) গুলার ছবি তুলছি !!!
L....O....L
©somewhere in net ltd.