![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু বলার নাই।
চলছে রমজান মাস । রমজান মাসে অন্য সময়ের তুলনায় কাজ একটু কম বলে হাতে কিছু সময় পাওয়া যায় । কিন্তু এই অবসর সময়টাকে বিরক্তিকর করতে অন্য কোন কিছুর প্রয়োজন হয়না । শুধু মাত্র টিভি খুললেই চলে। বিরক্তিকর সব বিজ্ঞাপনের বেড়াজালে আবদ্ধ অনুষ্ঠানগুলো । ২৪ ঘণ্টা চলমান বিজ্ঞাপনের মাঝে মাঝে ৫ মিনিটের জন্য দেখতে পাওয়াযায় কাঙ্ক্ষিত অনুষ্ঠান ।
প্রতিটি চ্যানেল , প্রতিটি অনুষ্ঠান এই বিজ্ঞাপনের বেড়াজালে বন্ধি । খবর থেকে শুরু করে, ইসলামিক অনুষ্ঠান, নাটক , ছায়াছবি সবকিছুই এই বিজ্ঞাপনের জন্য আজ বিরক্তির শেষ পর্যায়ে । ১০ মিনিট বিজ্ঞাপনের মাঝে খবর থাকে ২ মিনিট । ২০ মিনিট বিজ্ঞাপনের মাঝে নাটক থাকে ৫-৭ মিনিট ।
প্রতিটি চ্যানেল চ্যানেল আই , এনটিভি , এটিএন বাংলা সহ সব চ্যানেলেই চলছে এই বিজ্ঞাপনের দৈরাত্ব ।
বাসায় মা-ছোট বোন ভারতের চ্যানেল গুলো দেখত বলে কত বকাবকি করতাম । দেশি চ্যানেল দেখ , দেশি নাটক দেখ ইত্যাদি ইত্যাদি । এখন বুঝতে পারতেছি মানুষ কেন এই বাংলা চ্যানেলগুলো থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে ।
আসুন আমরা সবাই এই বাংলা টিভি চ্যানেলগুলো দেখা বন্ধ করে দেই । ততদিন বন্ধ রাখি , যতদিন না চ্যানেলগুলতে বিজ্ঞাপনের একটা নির্দিষ্ট নিতিমালা চালু না করে ।
২৩ শে জুন, ২০১৫ রাত ৮:০৫
হাইড্রোজেন বলেছেন: ঠিকই বলেছেন । তারপরে আবার আন্দোলন করে দেশীয় সংস্কৃতি রক্ষা করার আন্দোলন । দেশীয় সংস্কৃতি বলতে তো এখন শুধু এই বিজ্ঞাপনই আছে.।.।।। তাও আবার নকলে ভরপুর ।
২| ২৩ শে জুন, ২০১৫ রাত ৮:৫৫
শিশির খান ১৪ বলেছেন: আরে আমি তো দেখি কয়েকটা চেনেল তিব্বেরহানি তাবিজ এর বিজ্ঞাপন দেখায় সারা দিন ঐটা কিনলে বলে লটারি জিতা যায় সব অশিক্ষিত লোকজন টিভি চেনেলের লাইসেন্স নিয়া বইসা আছে। আমি তো ভাই ঈদ এর সময় খুব শখ কইরা নাটক দেখতাম এখন আর তাও দেখি না অসম্ভব বিরক্তিকর
২৩ শে জুন, ২০১৫ রাত ৯:০১
হাইড্রোজেন বলেছেন: কিসব জিনিসের বিজ্ঞাপন দেয়, দেখলেই মেজাজ খারপ হয় । ঈদের সময় তাদের বিজ্ঞাপনের মাত্রা আরও বেশি বৃদ্ধি পায় । এই অনুষ্ঠান না দেখে ঘুমানো আরও উত্তম বলে মনে করি ।
©somewhere in net ltd.
১|
২৩ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৭:১০
ভয়ংকর বিশু বলেছেন: একটা দেশি চেনেলেরও স্বকিয়তা নাই। সব আইডিয়া ধার করা।