নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে মানুষ জীবনের মূল্য দিতে জানে, জীবন কখনো তাকে নিরাশ করে না।

জীবন আল্লাহর দেয়া শ্রেষ্ঠ উপহার। তুমি তার মূল্য দেও, সেও তোমাকে মূল্য দিবে।

হাইড্রোজেন

কিছু বলার নাই।

হাইড্রোজেন › বিস্তারিত পোস্টঃ

কোন ভুলে এতবড় শাস্তি । অভিজ্ঞ বড় ভাইদের সাহায্য চাই

২৫ শে জুন, ২০১৫ রাত ৯:২৩



কোন ভুলে এত বড় শাস্থি ? প্রায় ১ বছর হল কোন পোষ্টে কমেন্ট করতে পারি না। শুধু উপরের ম্যাসেজ আসে । আমি নাকি একজন সেইফ ব্লগার ।


আমার কি মন চায়না ভাল পোষ্টে কমেন্ট করতে । আমারকি মন চায়না আমার পোষ্টে কেউ কমেন্ট করলে , তার পোষ্টেও কিছু লিখি । তাকে উৎসাহ দেই? আমারওত মন বলে কিছু আছে, নাকি?
ভাই , আর কতদিন এই অমানুষিক শাস্তি দিবেন আমাকে । এই সমস্যার সমাধান কি ?

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০১৫ রাত ৯:৪০

সুমন কর বলেছেন: আপনি ফিডব্যাকে একটি মেইল করুন। অাশা করি, সমাধান পাবেন।

২| ২৫ শে জুন, ২০১৫ রাত ৯:৫১

সুমন কর বলেছেন: [email protected]
এখানে মেইল করে আপনার সমস্যা জানান।

২৫ শে জুন, ২০১৫ রাত ১০:২৬

হাইড্রোজেন বলেছেন: ধন্যবাদ ভাই । কিন্তু ইমেইল অ্যাকাউন্ট থেকে মেইল করতে হবে???

২৫ শে জুন, ২০১৫ রাত ১০:৫৩

হাইড্রোজেন বলেছেন: করে দিয়েছি । দেখি কি করে এখন । যদি সমস্যার সমাধান হয়, আপনাকে এক খিলি পান খাওয়াবো । ধন্যবাদ ।

৩| ২৫ শে জুন, ২০১৫ রাত ৯:৫৮

সজিব্90 বলেছেন: একে তো আমি নতুন , তারপর আপনার এ অবস্তা দেখে আমার ও ভয় হচেছ যদি আমার সাথে এ রকম হয়।

২৫ শে জুন, ২০১৫ রাত ১০:২১

হাইড্রোজেন বলেছেন: না ভাই । সবার কপালত আমার মতন পুড়া কপালনা । ভয় নাই ।

৪| ২৫ শে জুন, ২০১৫ রাত ১০:১৮

আরণ্যক রাখাল বলেছেন: নিশ্চয়ই আপনি আগের জন্মে চোর ছিলেন! হা হা! সরি ভাই| কমেন্টে আবার রিপোর্ট মাইরেন না

২৫ শে জুন, ২০১৫ রাত ১০:২২

হাইড্রোজেন বলেছেন: আল্লাহই ভাল জানে.।.।.।.।।।

৫| ২৬ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭

শতদ্রু একটি নদী... বলেছেন: ছি ছি! কোন মডু এই কাম করছিলো? তার ব্লগে সাড়াশি আক্রমন হবে। ;)

৬| ২৭ শে জুন, ২০১৫ রাত ১২:০৭

রেজওয়ান26 বলেছেন: আপনি কমেন্ট করতে পারেন আর আমার পোষ্ট প্রায় বছর খানেক যাবত ১ম পেজে যায়না শুধু কমেন্ট করা যায়। উল্লেখ্য যে, আমি একজন সেফ ব্লগার (প্রমান স্বরুপ নীচে ছবি দেওয়া হলো)।



২৭ শে জুন, ২০১৫ দুপুর ২:৩৪

হাইড্রোজেন বলেছেন: এতো সমস্যা কেন ??? সমাধান করার কেউ নাই???

৭| ২৮ শে জুন, ২০১৫ রাত ৮:০৯

উদাসী স্বপ্ন বলেছেন: গালাগালি না করলে সুস্হ আলোচনা করলে এগুলো হবার কথা না। যদিও আপনি যদি কখনোই নিরাপদ স্ট্যাটাস না পান, তাহলে কিছু সময় পর এমনিতেই নিরাপদ হয়ে যাবেন। নিয়মিত লিখে যান তাহলে প্রসেসটা দ্রুততর করে এরা

০৩ রা জুলাই, ২০১৫ দুপুর ১২:২২

হাইড্রোজেন বলেছেন: একদিন আর দুই দিন না , প্রায় একবছর...।। দেখি , কবে মুক্তি পাই ...।
পরামর্শের জন্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.