নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেন জানি দিন দিন রাজনীতিবিদদের প্রতি ভালবাসা হারিয়ে ফেলছি **

এই স্বাধীনতা চাইনি আমি

ভবঘুরে হয়ে ঘুরতে ভালো লাগে

এই স্বাধীনতা চাইনি আমি › বিস্তারিত পোস্টঃ

আমার প্রিয় যশোর কে বিভাগ করতেই হবে ।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১২

হায় যশোর.. প্রিয় যশোর...!! প্রানের
যশোর !!...প্রিয় যশোর
তোমার জন্য খুব কষ্ট হয়..!!
প্রথমে.. যশোর ভেঙ্গে হলো অনেক গুলো
জেলা...
তখন ও যশোর বাসী কিছুই বলেনি..!!
দ্বিতীয়ত.. যশোরের এক সময়কার থানা খুলনা
হলো বিভাগ... খুব লজ্জার কথা..
তখন ও যশোর বাসী চুপ থেকেছে ..!!
এবার যে চারটি জেলা নিয়ে এখনো বৃহত্তর
যশোর তার একটি জেলা মাগুরা'কে কেটে
নিয়ে বিভাগ হচ্ছে ফরিদপুর..
এবার ও কি যশোর বাসী চুপ থাকবে...???
কিছুই কি বলবে না ??
হায় যশোর.. প্রিয় যশোর...!! প্রানের
যশোর !!...
তোমার জন্য খুব কষ্ট হয়..!!!
বৃহত্তর যশোর ভাঙ্গুক তা আমরা চাই না !!
বৃহত্তর যশোর নিয়ে আমরা যশোর বিভাগ
চাই!!
সব নেতার প্রতি দৃষ্টি আকর্ষন
করছি,অনুগ্রহপূর্বক যশোরের সস্মান রক্ষা
করুন-"যশোর বিভাগ চাই"
যশোর বিভাগ
আন্দোলন পরিষদ ও বৃহত্তর যশোর সমিতি,
ঢাকার যৌথ উদ্যোগে বৃহত্তর যশোর ভবনে
অনুষ্ঠিত এক বৈঠকে প্রস্তাবিত ফরিদপুর
বিভাগের সাথে মাগুরাকে যুক্ত করার
ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানানো
হয়েছে।
সেখানে দীর্ঘ পরিস্থিতি পর্যালোচনা
করে বলা হয়, বৃহত্তর যশোর তথা মাগুরা,
নড়াইল, ঝিনাইদহ ও যশোরকে নিয়ে একটি
পৃথক বিভাগ ঘোষণার দাবি নিয়ে যখন
আন্দোলন চলছে, সে সময় মাগুরাকে ফরিদপুর
বিভাগের সাথে সংযুক্ত করার অপচেষ্টা
একটি নতুন ষড়যন্ত্র ছাড়া আর কিছুই না।
বৃহত্তর যশোরের কোটি মানুষ চেয়ে আছে
কখন বৃহত্তর যশোরকে নিয়ে একটি আলাদা
বিভাগ করা হবে। কিন্তু সে দাবি যেন পুরণ
না হয় সে লক্ষ্যে কিছু ব্যক্তি
সরকারপ্রধানকে ভুল বুঝিয়ে এই পদক্ষেপ
নিতে যাচ্ছে বলে বক্তারা দাবি করেন।
ইতোমধ্যে জানা গেছে মাগুরার লক্ষ লক্ষ
মানুষ ফরিদপুর বিভাগের সাথে যেতে চাই
না, কারণ তাদের পৃথক পরিচয় আছে। বৃহত্তর
যশোরের সাথে মাগুরার ভাষা, সাস্কৃতিসহ
সকল দিক দিয়ে মিল রয়েছে। এই ঐতিহ্য
কয়েকশত বছরের। একটি পৃথক জেলা হওয়া
সত্বেও এখনও মাগুরাবাসী যশোরের মানুষ
বলে পরিচয় দেয়। অন্যদিকে ফরিদপুরের
সাথে মাগুরার এই সম্পর্ক অনেক দুরের।
মাগুরার সাথে যশোরের সহজ যোগাযোগ
ব্যবস্থা রয়েছে, সড়ক পথে যাতায়াত করতে ১
ঘন্টারও কম সময় প্রয়োজন হয়।
তাই মাগুরাকে ফরিদপুর বিভাগের সাথে যুক্ত
করার নতুন এই তৎপরতা মাগুরাবাসী কিছুতেই
মানবে না। অবিলম্বে এই তৎপরতা বন্ধ করে
বৃহত্তর যশোরকে নিয়ে যশোর বিভাগ করার
দাবি জানানো হয় প্রতিবাদ সভায়, একই
সাথে এই ধরনের তৎপরতা অব্যাহত থাকলে
মাগুরাবাসীর পক্ষ থেকে জোর আন্দোলন
গড়ে তোলার কথা বলা হয়। আগামী ৯
ফেব্রুয়ারির মধ্যে এই তৎপরতা বন্ধ না করলে
১০ ফেব্রুয়ারি ঢাকা প্রেসক্লাবে সংবাদ
সম্মেলন করার বিষয়ে উপস্থিত সকলেই একমত
পোষন করেন।
বৃহত্তর যশোরবাসীকে যশোর বিভাগ
আন্দোলনের সাথে যুক্ত হয়ে সোচ্চার কন্ঠে
আওয়াজ তোলার জন্য আহবান জানানো
হয়েছে।
বৈঠকে বক্তব্য রাখেন বৃহত্তর যশোর সমিতির
সাধারণ সম্পাদক কাজী রফিকুল ইসলাম,
যশোর বিভাগ আন্দোলন পরিষদ, ঢাকা-এর
আহবায়ক ইঞ্জি. আব্দুস সাত্তার, সদস্য সচিব
হাসানূজ্জামান বিপুল, ন্যাপের কেন্দ্রিয়
কমিটির সাধারণ সম্পাদক ও যশোর বিভাগ
আন্দোলন পরিষদ, যশোর-এর আহবায়ক এ্যাড.
এনামুল হক, লায়ন্স ফাউন্ডেশনের সাধারণ
সম্পাদক আশরাফুল হাবিব ফিরোজ, যশোর
ইনফো ফাউন্ডেশনের চেয়ারম্যান ইকবাল
হোসেন সিদ্দিকী, বৃহত্তর যশোর ওয়েবস আমার প্রিয় যশোর
যশোর ইনফো যশোর ইনফো

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৭

সারাফাত রাজ বলেছেন: যশোর হচ্ছে অবিভক্ত বাঙলার প্রথম জেলা, যশোর হচ্ছে অবিভক্ত বাঙলার দ্বিতীয় পৌরসভা (প্রথম পৌরসভা হচ্ছে দার্জিলিং), মুক্তিযুদ্ধের প্রথম শহীদ চারুবালা কর যশোরের সন্তান, সর্বোপরি যশোর হচ্ছে দেশের প্রথম শত্রুমুক্ত জেলা। এই যশোরের একটা অবিচ্ছেদ্য অংশ মাগুরাকে অন্য এলাকার সাথে যুক্ত করা আমরা মানি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.