নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন সাধারণ মানুষ।লেখালেখি করতে ভালোবাসি।আরো জানুন https://www.facebook.com/IamTheShakil.Official

এস.আর শাকিল

নিজে শিখুন,অন্যকে শেখান।

এস.আর শাকিল › বিস্তারিত পোস্টঃ

জঙ্গি! জঙ্গি!! জঙ্গি!!!

২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১৩

একজন যুক্তিবাদী রাজনীতিবিদের যৌক্তিক বক্তব্যঃ


“মাননীয় স্পিকার,হেফাজত ইসলামের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গির ব্যাপারে আমি একটু কথা বলতে চাই।

মাননীয় স্পিকার,আমি দেখলাম মাওলানা শফী সাহেব, ৯০ বছর বয়সী,হেলিকপ্টার করে কোথায় গিয়েছেন?

নিউজ পেপারে চলে আসলো,আল্লামা শফী এত টাকা কোথায় পেল?
আমাদের তোফায়েল আহমেদ সাহেব,গত ৪বছরে ৪০বার ভোলাতে হেলিকপ্টারে করে গিয়েছেন।এই ব্যাপারে কেউ কিন্তু কোন প্রশ্ন করলেন না!!

গত ৩০ বছর গণতন্ত্রের নামে,ক্ষমতার লড়াইয়ে,আমরা-আপনারা যে পরিমাণ গাড়ি ভেঙ্গেছি। ১বছরে জাপান এত গাড়ি বানায় না।

যত সরকারী সম্পত্তি আমরা-আপনারা নষ্ট করেছি।ঐগুলো দিয়ে দুইটা পদ্মা সেতু তৈরি করা যেত।

আমরা যদি ‘বাংলাদেশ জিন্দাবাদ’ বলে গাড়ি ভাঙ্গি,সেটা সহিংস আন্দোলন।
আপনারা ‘জয় বাংলা’ বলে গাড়ি ভাঙ্গলে,সেটা সহিংস আন্দোলন।
‘আল্লাহু আকবার’ বলে হেফাজতে ইসলাম কিংবা জামায়াতে ইসলামী যদি গাড়ি ভাঙ্গে, তাহলে তাঁরা জঙ্গি হয়ে যায়।

এইটা কি ধরনের কথা?

মাননীয় স্পিকার,জঙ্গি কেন বলছি?জঙ্গি ইজ এ ভেরি ডেঞ্জারাস টার্ম।
আমরা যখন এখানে লোকাল পলিটিক্সের জন্য জঙ্গি বলি,বিদেশে আমাদের ভাবমূর্তি সাংঘাতিকভাবে নষ্ট হয়।আওয়ামীলীগ সরকারই তো সবচেয়ে বেশি ক্রেডিট নেয় যে,আমরা জঙ্গি থামিয়ে দিচ্ছি।আওমীলীগের সময় যদি জঙ্গি বেড়ে যায়,তাহলে আওমীলীগের রেপুটেশন প্রবলেম।”____________


আশা করি আমি যে বিষয়ে কথা বলব,সে বিষয়ের জন্য ঐ রাজনীতিবিদের এইটুকু বক্তব্যই যথেষ্ট।আমায় কিছু ব্যাখ্যা করে বলতে হবে মনে হয় না।বিজ্ঞ পাঠকগণ আশা করি সবই বুঝে নিয়েছেন।

আজ অস্ট্রেলিয়ানরা আমাদের দেশকে জঙ্গিপূর্ণ দেশ বলে আখ্যা দিচ্ছে।আসলেই কি আমাদের দেশ জঙ্গিপূর্ণ?

কয়েকজন অনভিজ্ঞ রাজনীতিবিদের মুখের বুলিই আমাদের দেশকে জঙ্গিপূর্ণ দেশ হিসেবে আখ্যা দিতে অন্যদের বাধ্য করছে।

জাতির নাতি,সজীব ওয়াজেদ জয় বিভিন্ন দেশে প্রতিনিয়তই ভ্রমণ করেন।আর সেখানে তিনি সবসময়ই বলেন যে,আমরা জঙ্গি নির্মূলে তৎপর।তার মানে এই যে,আমাদের দেশে জঙ্গিরা আছে!!!

জাতির আপু,শেখ হাসিনা উনার সব বক্তব্যেই কমবেশি আমাদের দেশে জঙ্গি নির্মূলের কথা বলেন।এর মানেও হচ্ছে এই যে,আমাদের দেশে জঙ্গিরা আছে!!!

আরেকজন আছেন,যিনি সরাসরি দেখিয়ে দেন যে এরাই জঙ্গি।

হ্যাঁ, আমি জাতীয় মাথাওয়ালা জনাব হাসানুল হক ইনুর কথাই বলছি।উনি উনার সকল বক্তব্যেই বলেন যে,হেফাজতে ইসলাম এবং জামায়াতে ইসলাম।এই দুই দলের সবাই জঙ্গি।উনার বক্তব্যও এক যে,আমাদের দেশে জঙ্গি আছে!!

যখন আপনারাই বলে বেড়াচ্ছেন যে,আমাদের দেশ জঙ্গিপূর্ণ।তখন অন্যরা কথাটা বললে সমস্যাটা কোথায়?

ব্যাপারটা এরকমঃ
আপনি সবসময় সবাইকে বলে বেড়ান যে, ‘আমি চুর’।তখন কোন সমস্যা হয় না।

কিন্তু সমস্যা হয় তখন,যখন কেউ আপনাকে উদ্দেশ্য করে বলে যে, ‘শুনলাম,আপনি না কি চুর?’

ব্যাপারটা অযৌক্তিক নয় কি?

মন্তব্য ১০ টি রেটিং +৬/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২২

রোষানল বলেছেন: আমরা যখন এখানে লোকাল পলিটিক্সের জন্য জঙ্গি বলি,বিদেশে আমাদের ভাবমূর্তি সাংঘাতিকভাবে নষ্ট হয়।আওমীলীগ সরকারই তো সবচেয়ে বেশি ক্রেডিট নেয় যে,আমরা জঙ্গি থামিয়ে দিচ্ছি।আওমীলীগের সময় যদি জঙ্গি বেড়ে যায়,তাহলে আওমীলীগের রেপুটেশন প্রবলেম।”___________


একদম সঠিক কথা

২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৯

এস.আর শাকিল বলেছেন: :-B

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২৫

আধারে আমি৪২০ বলেছেন: বাংলাদেশে কোন জঙ্গী নাই তবে কিছু সংগঠন আছে, যাদের কর্মকান্ড জঙ্গীদের মতো।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৯

এস.আর শাকিল বলেছেন: এইরকম কথা কোন রাজনীতিবিদ কখনো বলেছেন কি?

৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪২

খালিদ আলম বলেছেন: ঘটনা আসলেই এমনটাই ঘটছে। নষ্ট রাজনীতির খেলা।

৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০৯

সাদী ফেরদৌস বলেছেন: আচ্ছা তাহলে আপনি আমারে বলেন , দেশে কোন জঙ্গি কি নাই ? হ্যাঁ অথবা না

২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৭

এস.আর শাকিল বলেছেন: আগে আমাকে বলেন জঙ্গি কাকে বলে?
এই প্রশ্নের উত্তরে লুকিয়ে আছে আপনার প্রশ্নের উত্তর

৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:১০

গরু গুরু বলেছেন: সাদী ফেরদৌসঃ আপনার জবাবে আমি বলব না। কারন সরকার সব জঙ্গি নির্মুল করে ফেলেছে।

৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: দেশ জুড়ে আওয়ামীলীগের নেতাকর্মীদের কাছে পাওয়া যাচ্ছে দেশী ও বিদেশী অস্ত্র , সুতরাং পরিষ্কার বিষয় কারা এসব করে দেশ কে বিদেশীদের কাছে জঙ্গি প্রমাণ করতে চাচ্ছে।
বাংলাদেশে জঙ্গিবাদের আমদানিকারক ও প্রতিষ্ঠাতা আওয়ামীলীগ X((

ছাত্রলীগ নেতা আনিসুল ইসলামের ভাই মুফতি হান্না থেকে শূরু করে আওয়অমী নেতা মির্ঝা আজমের ভগ্নিপতি শায়খ আবদুর রহমান সহ সব জঙ্গীদের পিছনেই তারা প্রত্যক্ষ পরোক্ষ জড়িত... অথচ চিৎকার করে অন্যদের নামে --

আর তাদের সেই আত্মঘাতি উদ্যোগে সবুজ সোনালী দেশটাই আজ হুমকির মূখে!!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.