| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
* প্রশান্ত মন ও স্বচ্ছ আত্নাই হচ্ছে শক্তির আসল উৎস৷তাই চিন্তা করে বের করুন কোন জিনিসে আপনার মন প্রশান্ত হয়৷সেগুলোকে অর্জন আর যা আপনার মনকে অশান্ত করে তোলে সেগুলোকে বর্জন করুন৷
* প্রো-একটিভ হোন। প্রো-একটিভ মানুষের প্রতি অন্যরা আকৃষ্ট হয়। রি-একটিভ ব্যক্তি সবসময়ই মানুষের বিতৃষ্ণার কারণ হয়।
* সাহসী হোন এবং ঝুঁকি গ্রহনে প্রস্তুত থাকুন। সুযোগ হাতছাড়া করবেন না। তবে কখনো সুযোগ হাত ছাড়া হয়ে গেলে তার জন্য আফসোস করে সময় নষ্ট না করে বরং সামনের জন্য প্রস্তুত থাকুন৷
* রাগ,অভিমান ও অভিযোগ বোকা ও দূর্বলরা করে। বুদ্ধিমানরা পরিস্থিতি পরিবর্তনে বুদ্ধি ও কৌশল প্রয়োগ করে।
* কোনো ঘটনার প্রেক্ষিতে সাথে সাথে প্রতিক্রিয়া ব্যক্ত করবেন না। একটু থামুন। লম্বা দম নিন। মনকে জিজ্ঞেস করুন,”এ মুহূর্তে আমার কি করণীয়?”
* আমরা খ্যাতিমান হতে চাই। কিন্তু খ্যাতির জন্যে নীরব সাধনা ও প্রয়োজনীয় কষ্ট স্বীকার করি না। ফলে সাধনাও হয় না, খ্যাতির শীর্ষেও পৌঁছতে পারি না।
* ব্যক্তিগত খেয়াল বা আবেগ আর জীবনের লক্ষ্য কখনই এক নয়৷ লক্ষ্যকে যখন সর্বোচ্চ গুরুত্ব দেবেন তখন তা আপনাকে আবেগের ঊর্ধ্বে নিয়ে যাবে।
* শৃঙ্খলা জীবনকে সমৃদ্ধ করে। লোহা ও চুম্বকের রাসায়নিক উপাদান এক হলেও সুশৃঙ্খল আণবিক বিন্যাসের কারণে চুম্বকের রয়েছে আকর্ষণী শক্তি যা লোহার নেই।
* দুঃখবিলাস বা কোন কিছুই ভালো না লাগা আলস্যের একটি রূপ। যারা কিছু করে না,তাদেরই আসলে কিছুই ভালো লাগে না। আর যারা ব্যস্ত তাদের কিছু ভালো না লাগার কোনো সুযোগ থাকে না।
* যা করতে পারবেন না বা করবেন না, সে ব্যাপারে বিনয়ের সাথে প্রথমেই ‘না’ বলুন।
* দিনে কমপক্ষে ২০ বার বলুন– “আমি বেশ ভাল আছি।” 
©somewhere in net ltd.