![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবির মেয়ে শিশুটির নাম কিম ফেক। ১৯৭২ সালে ভিয়েতনাম যুদ্ধে আমেরিকার ছোড়া নাপাম বোমায় তার সারা শরীর ঝলসে যায়। মাত্র ৯ বছর বয়সে পুড়ে যাওয়া দেহ নিয়ে ভাইবোনদের সঙ্গী হয়ে আশ্রয়ের খোঁজে ছুটছিল এ যুদ্ধশিশু। ছোট শরীরের নরম মাংসপোড়ার তীব্র আর্তনাদ তার চোখেমুখে। ভিয়েতনামি এ শিশুর মতো আরো অসংখ্য শিশুপ্রাণের আর্তচিৎকারের জন্য দায়ি আমেরিকা। যুদ্ধাবাজ এ দেশটি তখন এশিয়ায় সমাজতন্ত্রের পতাকায় আগুন ধরাতে ভিয়েতনামকে উত্তর ও দক্ষিণ দুই ভাগে বিভক্ত করে। পরে দক্ষিণ ভিয়েতনামের হয়ে ভয়ানক এক যুদ্ধ খেলায় মেতে উঠে। ঠিক যেমন ৭১-এ বাংলাদেশের (পূর্ব পাকিস্তান) বিরুদ্ধে পশ্চিম পাকিস্তানের হয়ে নৌবহর পাঠিয়ে কঠিন যুদ্ধের সূচনা করেছিলো। যাইহোক, আমেরিকা বনাম উ. ভিয়েতনামের ওই যুদ্ধ চলে টানা ১৬ বছর (১৯৫৯-১৯৭৫)। তবে উত্তর ভিয়েতনামিদের সার্বভৌমত্ব টিকিয়ে রাখা ও সাম্রাজ্যবাদ ঠেকানোর সে লড়াইয়ে শোষক আমেরিকা পরাজিত হয়েছিল। কিন্তু দীর্ঘস্থায়ী সে রক্তযুদ্ধে শান্তিপ্রিয় বুদ্ধেরজাতি এক ধ্বংশযজ্ঞে পরিণত হয়, কিম ফেক নামের এ মেয়েটি তারই প্রতিচ্ছবি।
২| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:০০
ইফতেখার রাজু বলেছেন: না তা অবশ্য ঠিক না। মুছে যাবে কেন? আমরা তাদের সঙ্গে প্রতিযোগীতায় এগিয়ে গীয়ে, তাদের ভুল শুধরে দিতে হবে। তাদেরকে বুঝিয়ে দিতে হবে, তাদের চাপিয়ে দেয়া পুঁজিবাদ, যুদ্ধ আর সাংস্কৃতিক হেজিমনি মানবতার বিপরীত। তাদের একক কর্তৃত্ব খর্ব করতে পারলেই সকল সুন্দর প্রতিষ্ঠিত হবে।
৩| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৭
দেবজ্যোতিকাজল বলেছেন: এই ছবিটা এভাবে দেওয়া ঠিক হয়নি বোধহয়
৪| ২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১০
ইফতেখার রাজু বলেছেন: আপনার পরামর্শের জন্য ধন্যবাদ। ছবিটা না দিলে মনে হচ্ছিলো, আমার লেখা ও বাস্তবতার মধ্যে ফারাক থেকে যাচ্ছে। তাই দিলাম।
©somewhere in net ltd.
১|
২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৭
শেখ নাসির উদ্দীনসসস বলেছেন: পৃথিবীর মানচিত্র থেকে আমেরিকা মুছে যাক