![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে মানুষটি টাকার অভাবে একসময় একাডেমিক পরীক্ষায় নিবন্ধন করাতে পারেননি। পরবর্তীতে সে মানুষটিই টাকায় সাক্ষর করতেন। তার সাক্ষর ছাড়া বাংলাদেশি টাকা অচল ছিল। যে ব্যক্তিটি একদিন নিজের অর্থনৈতিক দৈন্যতা ঘুচাতে পান বিক্রি করেছেন, গরু চরিয়েছেন, সে তিনি একসময় হয়ে উঠেছিলেন বাংলাদেশের অর্থনীতির ত্রাণকর্তা। যে মানুষটি নিজের বিদ্যালয়ের বেতন খরচ যোগাতে তার বাপ-চাচাদের সঙ্গে স্থানীয় বাজারে হাজিরুমালে করে অর্থ ভিক্ষা চেয়েছেন, অসম্ভব মেধাবী সেই তিনি পরে হয়ে উঠেছিলেন বিশ্ব সেরা ব্যাংকার। যে মানুষটি একসময় গ্রামের স্কুলের দারোয়ান থেকে ধার করা দারোয়ানের পোশাক পরে সুদূর ময়মনসিংহ শহরে ক্যাডেট কলেজে গিয়েছিলেন পরীক্ষা দিতে। সেই অসামান্য লোকটিই একসময় সাফল্যের উত্তরীয় পরে বহু পুরস্কার নিয়েছেন এশিয়া ও ইউরোপের জমকালো মঞ্চে। সাধু সাধু…. ড. আতিউর রহমান…অভিবাদন তোমাকে।
১৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৩১
ইফতেখার রাজু বলেছেন: কপালে ওপর না ছেড়ে আমাদের প্রাযুক্তিক জ্ঞান আরো বাড়াতে হবে। ব্যাংকের সার্ভাার সিস্টেম আরো শক্তিশালী করতে হবে। আর এ ঘটনায় জড়িতদের ধরে এখন শাস্তির আওতায় আনতে হবে। এ ঘটনার বিচার না হলে অপরাধীরা অন্য বড় ধরনের সাইবার ক্রাইম ঘটাতে পারে।
২| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:৫০
রাশেদ অনু বলেছেন: আমাদের সকলের জন্য উদাহরন ছিলেন, আছেন , থাকবেনও।
আপনার জন্য অনেক শুভকামনা স্যার।
ভালো লিখেছেন। শুভেচ্ছা সতত
১৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:২৮
ইফতেখার রাজু বলেছেন: প্রগতির লোকেরা পশ্চাতে চলে গেলেও বার বার ফিরে ফিরে আসে। তাঁকে বলির পাঠা বানানো হয়েছে। কর্ণধার হিসেবে সে দায় মেনে নিয়েই তিনি পদত্যাগ করেছেন। তবে পেছনের কুশীলবরা ঠিকই বেরিয়ে আসবে। জনতার কাঠগড়ায় তাদের ঠিকই দাঁড়াতে হবে। সরকার একজনের গায়ে চপিয়ে দায় এড়াতে পারবে না। মিডিয়ায় যখন ব্যংক কেলেঙ্কারির গঠনায় হই হই তখন সরকার আবার নিজামি ইস্যু সামনে নিয়ে আসছে। এত বড়ো আর্থিক কেলেঙ্কারির ঘটনা কোনো ভাবেই চাপিয়ে রাখা যাবে না। ক্ষমতাসীনদের এটা বুঝতে হবে। সত্য কখনো লুকিয়ে রাখা যায়না। থলে চকমকি বিড়াল একদিন বেরিয়ে আসেবই। জাতির এ ভয়াবহ বিপর্যয় কাটিয়ে ওঠা ও জড়িতদের চিহ্নিত না করে এডিয়ে গেলে ভবিষ্যতে আরো বেশি বিপদের সম্ভাবনা থেকে যায়।
©somewhere in net ltd.
১|
১৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:০০
বিজন রয় বলেছেন: ভাগ্যের নির্মম পরিহাস!