নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হ-য-ব-র-ল

সৈয়দ ইজাজ হাসান

অনুসন্ধিৎসু

সৈয়দ ইজাজ হাসান › বিস্তারিত পোস্টঃ

ভারতীয় নিষিদ্ধ দ্বীপ

১৩ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৩

পৃথিবীর বুকে এখনো এমন জনগোষ্ঠী আছে যারা পুরো পৃথিবী থেকে আলাদা।তাদের সাথে পুরো পৃথিবীর যোগাযোগ বিচ্ছিন্ন,যেন এক আদিম যুগের মনুষ্যগোষ্ঠী।

এমনই এক রহস্যেঘেরা দ্বীপ সেন্টিনেল দ্বীপ।বঙ্গোপসাগরের আন্দামান দ্বীপপুঞ্জে এর অবস্থান। এখানে যারা বাস করে তাদের সেন্টিনেলী জনগোষ্ঠী বলা হয়। এদের মূল পেশা শিকার করা। আশ্চর্যের বিষয় হচ্ছে তারা এখনও আগুন জ্বালাতে শিখেনি।এ অদ্ভুত জনগোষ্ঠীর অস্তিত্ব পাওয়া যায় ১৮৮০ সালের দিকে।



আন্দামান দ্বীপের পাশের এই দ্বীপটাতে প্রায় ২৫০ জন মানুষ বসবাস করে।এরা কোন ভাষায় কথা বলে এখন পর্যন্ত জানা যায় নি।তাদের ভাষার সাথে পূর্ববর্তী কোনো ভাষারও মিল পাওয়া যায় নি।এমনকি এরা কোনো ধর্ম পালন করে কিনা এ ধরণের কোনো তথ্যও পাও্য়া যায়নি।

১৯৮১ সালে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া যাওয়ার পথে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে একটি জাহাজ। দুর্ঘটনাবশত জাহাজটি থামে বঙ্গোপসাগরের সেন্টিনেল দ্বীপটীর পাশেই। জাহাজটি দেখতে পেয়েই এই দ্বীপের আদিবাসীরা তীর ধনুক ছুড়তে শুরু করে।পুরোপুরি বিপর্যস্ত জাহাজের যাত্রীরা পরবর্তীতে হেলিকপ্টারের সহায়তায় কোনো ভাবে এই আদিম জন গোষ্ঠীদের থেকে নিজেদের বাঁচিয়ে পলায়ন করতে সমর্থ হয়।



বহিরাগতদের ওপর আক্রমণাত্মক মনোভাবের জন্য সেন্টিনেলী জনগোষ্ঠী বিশেষভাবে পরিচিত।এর পিছনে একটি ঘটনা রয়েছে।

বহুকাল আগে থেকেই এদের সাথে অনেকেই যোগাযোগ করতে চেয়েছিল। ১৮৮০ সালের ঘটনা। এক ব্রিটিশ এক্সপ্লোরার ভিদাল পোর্টম্যান সর্ব প্রথম সেন্টিনেলীদের সাথে যোগাযোগ স্থাপনের চেষ্টা করে।তিনি আন্দামান আইল্যান্ড থেকে কিছু আদিবাসীকে সাথে নিয়ে এই দ্বীপ টিতে যান। রিসার্চ এর উদ্দেশ্যে সেখান থেকে গোপনে এক বৃদ্ধ দম্পতি এবং কিছু বাচ্চাকে অপহরণ করে পালিয়ে যান। কিন্তু কিছু দূর আগাতে না আগাতে দম্পতি মারা যায়। কিছু না ভেবেই তাড়াহুড়া করে তিনি বাচ্চা গুলোকে রেখে আসেন দ্বীপের কাছে।



অনেকের ধারণা ঠিক এই কারণেই সেন্টিলেনীরা বহিরাগতদের গ্রহণ করতে পারছে না।এই দ্বীপের অধিবাসীরা সামান্য জর,কাশির প্রভাবেও মারা যেতে পারে এমন টি ধারণা করা হয়। কারণ এখন পর্যন্ত এ ধরণের কোনো রোগ ই এদের মধ্যে দেখা যায়নি।




১৯৯১ সালে ভারতের একজন এন্থ্রোপলজিস্ট থিলোকান পান্ডিত সফলভাবে সর্ব প্রথম এদের সাথে যোগাযোগ স্থাপন করতে পারেন।তিনি নারিকেল দিয়ে এদেরকে অভিবাদন জানান।

এরপর অনেক মানুষই এদের সাথে যোগাযোগ করতে গিয়ে ব্যর্থ হয়।কোনো মানুষ দ্বীপের কাছে গেলেই তাদেরকে তীর ধনুক মারা হয়।সাগরে ভেসে আসা বিভিন্ন মেটাল দিয়ে এরা তীর ধনুক বানিয়ে থাকে।



২০০৪ সালের ভয়ঙ্কর সুনামির পরে সবাই ভেবেছিল এরা বিলীন হয়ে যাবে। কিন্তু তারপরেও এরা টিকে আছে।

সম্প্রতি ২০১৮ সালের নভেম্বর মাসে এক মার্কিন নাগরিক এ আইল্যান্ডে যান। তার উদ্দেশ্য ছিল খ্রিস্টান ধর্ম প্রচার করা।আদিবাসীদের ধর্মের পথে আনা। কিন্তু তিনি দ্বীপ টিতে পা দিতে না দিতেই তাকে উপরে পাঠিয়ে দেয়া হয়।তীর ধনুক মেরে তাকে হত্যা করা হয়।




ইতিমধ্যে ভারত সরকার এই দ্বীপ টিকে ব্যান করে দিয়েছে।এই দ্বীপ টির আশে পাশে কাওকে ঘেঁষতে মানা করে দেয়া হয়েছে।তারপরেও সারা বিশ্বের অনেক মানুষ এই দ্বীপ টির প্রতি এখনো আকর্ষণ বোধ করছে। নিষিদ্ধ দ্বীপ টি নিষিদ্ধ করার পর যেন আরও রহস্যময়ী হয়ে উঠছে মানুষের কাছে!

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৭

কবির১২০৩ বলেছেন: ভারত আমাদের চির শএু

২| ১৩ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ
আদিম কাল থেকে চলে আসছে
চলবে অনন্ত কাল।

২২ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৯

সৈয়দ ইজাজ হাসান বলেছেন: ঠিক বলছেন

৩| ১৩ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৩

জাহিদ হাসান বলেছেন: তাদেরকে তাদের মত থাকতে দেয়া উচিত। ওই দ্বীপে কারো প্রবেশ করা উচিত নয়।

২২ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৮

সৈয়দ ইজাজ হাসান বলেছেন: অবশ্যই

৪| ১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:০৪

কালীদাস বলেছেন: পোস্টটা ভাল। এদের ব্যাপারে আগেও কিছু লেখা দেখেছি, এখনও সভ্যতার দিকে কোন আগ্রহ নেই।

এই লেখাটায় সোর্স উল্লেখ করা উচিত।

২২ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৮

সৈয়দ ইজাজ হাসান বলেছেন: পরবর্তী পোস্ট গুলোতে অবশ্য ই খেয়াল রাখবো

৫| ১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:১০

রাজীব নুর বলেছেন: এই দ্বীপকে ব্যান করা হয়নি।
মানুষ স্প্রীডবোটে করে এখান থেকে ঘুইরে আসছে অহরহ।

৬| ১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫৬

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপনি তো খুবই অল্প দিনে ব্লগে সারা জাগিয়েছেন।

অনেক অনেক শুভকামনা ।



স্কিনশটের(ছবির) রেড মার্ককৃত বাকা চিহ্নের মত একটা চিহ্ন আমার এই মন্তব্যের পাশেও আছে। আপনি প্রথমে এই চিহ্নে ক্লিক করুন। দেখবেন, ক্লিক করার সাথে সাথে আমার এই মন্তব্যের নিচে একটা নতুন বক্স খুলে গেছে। ঐ বক্সে রিপ্লে লিখে "মন্তব্য প্রকাশ করুন" লেখায় ক্লিক করুন। দেখবেন রিপ্লে হয়ে গেছে।


আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করি।

১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:২৫

সৈয়দ ইজাজ হাসান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। পাশে থাকবেন সব সময় :)

৭| ১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫৭

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:

তারপর কেমন আছেন?

জানাইয়েন!

২২ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৭

সৈয়দ ইজাজ হাসান বলেছেন: ভাল আছি ভাইয়া :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.