নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাফিজুল ইসলাম হাফিজ

আমি মোঃ হাফিজুল ইসলাম । আমি একজন মুসলিম। আল্লাহ যেন মুসলিম হিসাবে আমায় কবুল করে , মহান আল্লাহর কাছে এটাই আমার চাওয়া।

হাফিজুল ইসলাম হাফিজ › বিস্তারিত পোস্টঃ

ওরা মানুষ নাকি মানুষ রুপি হায়না !!!!!!!!

২০ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:১০

আজ আমরা ডিজিটাল সভ্যতায় এসে, ডিজিটাল অসভ্য হয়ে গেছি । আজ থেকে ২০ বছর আগেও এই ধরনের অসভ্যতা ছিল না । ডিজিটাল মা বাবাদের বলছি, সন্তান জন্ম দিলেই হবে না সন্তানদের মানুষের মত মানুষ করুন । না হয় আজ যা দেখছেন তার চেয়েও ভয়াবহ দিন দেখতে হবে । আপনার ছেলেমেয়ে কোথায় যায়, কার সাথে মিশে এ ব্যাপারে সচেতন থাকবেন । সন্তান যত দিন আপনার সাথে আছে ততদিন আপনার শাসনে রাখুন । আপনি যে ধর্মের ই হোন না কেন তাকে ধর্মীয় শিক্ষা দিতে ভুলবেন না । কোন ধর্মেই নারীদের অসম্মান করতে বলা হয় নাই । আজ যারা এ ঘটনা ঘটিয়েছে, আমি তাদের দোষ দেব না । এর জন্য এদের পিতা-মাতা আত্মীয় -স্বজন দায়ী । আমি জানি ওদের মা-বাবা এই কাজ করার জন্য উৎসাহী করে নাই । কিন্তু ওদেরকে কখনও আগে থেকে শাসন করে নাই । এরা ছোট বেলা থেকেই বেয়াদব । আল্লাহ পাক ওদের যদি হেদায়াত না দেয় ততদিন পর্যন্ত এরা অমানুষই থেকে যাবে।



ডিজিটাল যুগ বলে যারা সন্তানদের ডিজিটাল এর হাওয়ায় বড় করে তুলছেন , তাদের বলব প্লীজ সন্তাদের ধর্মীয় শিক্ষা দিন । আমি এক সন্তানের জনক, আমিও চাইনা আমার সন্তানের জন্য আমায় কেউ গালি দেবে । শুভ কামনায় হাফিজ ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.